নয়াদিল্লি: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৮৬ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৯। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৬। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৮২১। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৮ লক্ষ ৮৩ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৮১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২৬ হাজার ১৩৯। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৮ শতাংশ।


অন্যদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৮ লক্ষ ২৬ হাজার ৫৫ জনের।  আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৬০৬ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে ৪ কোটি ৭২ লক্ষ ৫৮ হাজার ৮৪১ জন সুস্থ হয়েছেন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২ জনের করোনায় মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমিত হয়েছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৮১৮। নতুন বছরে ২ কোটি ছাড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র ডিসেম্বরেই সে দেশে মৃত্যু হয়েছে ৭৭ হাজার ১২৪ জনের।

এরই মধ্যে আজ দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া হবে। এর জন্য ১১৬টি জেলার ২৫৯টি কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে। করোনা টিকাকরণ প্রক্রিয়ার প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে চলেছিল ড্রাই রান। করোনা টিকা ছাড়পত্র পেলে কীভাবে তা দেওয়া হবে সাধারণ মানুষকে, সেসবেরই প্রস্তুতি চলবে এই ড্রাই রানে।