কলকাতা: বিজ্ঞানীরা এই 'যান' বানিয়েছেন ঠিকই, তবে এর সঙ্গে যেন মিশে রয়েছে গোটা দেশের আবেগ। সবাই দিন গুনছেন, কবে চাঁদের মাটিতে নামবে 'চন্দ্রযান ৩' (Chandrayaan-3)। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ.. সবাই যেন একসঙ্গে মিলে গিয়েছেন এই বিষয়ে। সবাই অপেক্ষা করছেন, সাফল্য দেখার। আর এই মিশন নিয়ে শিশুর উচ্ছ্বাস করিনা কপূর খান (Kareena Kapoor Khan)-এর গলায়। বলিউডের অন্যতম পরিণত অভিনেত্রীও যেন নিজেকে মিশিয়ে নিয়েছেন এই উৎসাহ উদ্দীপনার সঙ্গে!


সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই (PTI)-এর তরফে একটি সাংবাদিক সম্মেলনে করিনাকে প্রশ্ন করা হয়েছিল 'চন্দ্রযান' নিয়ে। সেখানে তিনি বলেন, 'চন্দ্রযানের সফলভাবে চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত প্রত্যেকটা ভারতীয়ের কাছেই ভীষণ গর্বের মুহূর্ত হবে। প্রত্যেক ভারতীয় হিসেবে নিজের হৃদয়ে এই গর্ব অনুভব করবেন দেশের সমস্ত মানুষ। অধীর আগ্রহে তাকিয়ে রয়েই ওই মুহূর্তটার জন্য। প্রচুর মানুষই ওই দিনে, ওই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য পর্দায় চোখ রাখবেন। আমি তো আমার দুই ছেলেকে নিয়ে ওই মুহূর্তটা দেখতে চাইব। অবশ্যই শ্বাসরোধ করে।'


 






সোমবার, চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) 'ল্যান্ডার মডিউল'-কে (Lander Module) অভ্যর্থনা জানাল চন্দ্রযান-২-এর 'অরবিটার (Chandrayaan 2 Orbiter)।'  'ওয়েলকাম বাডি' বা সহজ বাংলায় 'স্বাগত বন্ধু'।  চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ে মেরেকেটে আর দুদিন (নিখুঁত হিসেবে ৪৮ ঘণ্টার কিছু বেশি)। তার আগে, একেবারে ইসরোর (ISRO) পরিকল্পনা মতোই  চন্দ্রযান-২-এর 'অরবিটার'-এর সঙ্গে সংযোগ তৈরি করে ফেলল চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'। খোদ ইসরো সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল X-এ এই নিয়ে পোস্ট দিয়েছে। 


ইসরোর সোশ্য়াল মিডিয়া পোস্ট অনুযায়ী,  'দু'জনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে গিয়েছে। MOX বা Mission Operations Complex-এর কাছে এখন ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের একাধিক পথ রয়েছে।' আগামী ২৩ অগাস্ট, ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান-৩ কে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করাতে চায় ইসরো। চূড়ান্ত পর্যায়ের লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইটে। একই সঙ্গে এটি দেখা যাবে  ইসরোর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে। ঠিক বিকেল ৫টা ২৭ মিনিট থেকে ওই লাইভ শুরু হবে। আপাতত সেই অবতরণের সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারত। 


আরও পড়ুন: Prakash Raj on Chandrayaan-3: 'চন্দ্রযান' নিয়ে 'বাঁকা' পোস্ট, চূড়ান্ত কটাক্ষের মুখে পড়ে কী সাফাই প্রকাশ রাজের?