মুম্বই: দিন গুনছে গোটা ভারত। কবে চাঁদের মাটি ছোঁবে.. সেই দিকে চোখ রয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। আর মাত্র ২ দিন পরেই চাঁদের বুকে নামার কথা 'চন্দ্রযান ৩' (Chandrayaan-3)। ২৩ অগাস্ট ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে 'সফট ল্যান্ডিং' করার কথা। তবে যেখানে গোটা দেশ উন্মুখ হয়ে আছে চাঁদের মাটিতে ভারতের সাফল্য সফর দেখার জন্য, তখনই বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) সোশ্যাল মিডিয়ায় এই মিশন নিয়ে একটি ছবি পোস্ট করে বসেন। কিন্তু তাঁর এই ছবির প্রতিক্রিয়া কী হল সমাজ মাধ্যমে?
গতকাল অর্থাৎ রবিবার, সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুনের ছবি শেয়ার করে নেন প্রকাশ রাজ। শার্ট পরা একটি মানু। অদ্ভূত কায়দায় চা ঢালছে এক মগ থেকে অন্য মগে। এই ছবিটি দিয়ে তিনি লিখেছিলেন, 'বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের প্রথম ছবি।' কিন্তু বর্ষীয়ান অভিনেতার এই মজা মোটেই ভালভাবে নেয়নি নেটদুনিয়া। চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয় প্রকাশ রাজকে।
এই ছবিটি 'এক্স' মাধ্যমে গতকাল শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ছবি। গোটা দেশ যেখানে উন্মুখ একটি সাফল্য দেখার জন্য, যে মিশনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষ আর গোটা দেশের আবেগ, সেটা নিয়ে মজা মোটেই বরদাস্ত করেনি সোশ্যাল মিডিয়া। শুরু হয় অভিনেতার পোস্ট নিয়ে ট্রোলিং। আর সেই ট্রোলিংয়ের ঝাঁঝ এতটাই যে সোশ্যাল মিডিয়ায় একটি পাল্টা পোস্ট করতে হয় প্রকাশকে।
কিছক্ষণ আগেই, নিজের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ রাজ লেখেন, 'যাদের ঘৃণা করার, তারা ঘৃণা করবেই। আমি নিছকই মজা করছিলাম। এই ছবিটা দিয়ে আমি আমাদের কেরালার চা-ওয়ালাকে উদযাপন করতে চেয়েছিলাম। তাঁর কথা যাঁরা ট্রোলিং করছেন তাঁরা কি জানেন? যদি আপনি কোনও মজা বুঝতে না পারেন, তাহলে মজাটা আপনাকে নিয়েই করা হয়েছে। এবার একটু বড় হন'
আরও পড়ুন: Rajatava Dutta: কল্পবিজ্ঞান, ভিনগ্রহের প্রাণী এবার বাংলা ছবিতে, 'কোহিনূর' নিয়ে আসছেন রজতাভ