মুম্বই: ফের বিয়ে করলেন করিশমা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর, এই নিয়ে তৃতীয়বার। এবার তিনি বিয়ে করলেন কোটিপতি হোটেল ব্যবসায়ী এবং বিখ্যাত শিল্পপতি বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী প্রিয়া সাচদেবকে।
বলিউড অভিনেত্রী করিশমা কপূরের সঙ্গে তেরো বছরের বিবাহিত জীবন ছিল সঞ্জয়ের। তারপর বিবাহবিচ্ছেদ। তাঁদের দুটি সন্তানও রয়েছে।
সূত্রের খবর গতকাল দিল্লিতে সঞ্জয়-প্রিয়া বিয়ে করেছেন। কোনও অনুষ্ঠান হয়নি এই বিয়েতে। শুধুমাত্র রেজিস্ট্রি হয়েছে। নিউইয়র্কে একটি ছোট অনুষ্ঠান হওয়ার কথা আছে। সঞ্জয় বা প্রিয়া কারও পরিবারের লোকই এই বিয়ের বিষয়ে কথা বলতে আগ্রহী নন। শুধুমাত্র পাত্র-পাত্রীর কিছু বন্ধু-বান্ধবীরাই এই বিয়ের বিষয়ে জানেন।
সঞ্জয়-প্রিয়া গত পাঁচ বছর ধরে প্রেম করছেন। শোনা যায় করিশমার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান সঞ্জয়। এই নিয়ে করিশমার সঙ্গে সঞ্জয়ের মারাত্মক অশান্তিও হয়ে বলে শোনা গিয়েছে। তবে এখন নতুন সম্পর্ক শুরু করেছেন করিশমাও। মুম্বইয়ের ব্যবসায়ী সন্দীপ তোসিনওয়ালার সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে দুজনের সম্পর্ক প্রতিদিনই গভীর থেকে গভীরতর হচ্ছে।
করিশমা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর ফের বিয়ে করলেন, এই নিয়ে তৃতীয়বার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 02:33 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -