মুম্বই: করিশমা কপূর যে এক ফার্মা কোম্পানির সিইও সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে প্রেম করছেন তা অনেকেরই জানা। কিন্তু যেটা হয়তো জানা নেই, তা হল, এই সম্পর্ক নিয়ে সন্দীপের পরিবারে তুমুল অশান্তি চলছে। স্ত্রী আশ্রিতা কিছুতেই ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তোশনিওয়াল আদালতে তাঁকে মানসিক রোগী বলে দাবি করেছেন।
দীর্ঘ, তিক্ত আইনি লড়াইয়ের পর স্বামী সঞ্জয় কপূরের কাছ থেকে বছরকয়েক আগে ডিভোর্স আদায় করেন করিশমা। তাঁদের দুই ছেলেমেয়ের সঙ্গে শুধু মাঝে মধ্যে দেখা করার অধিকার পেয়েছেন সঞ্জয়। জবাবে করিশমা সঞ্জয়ের পরিবারের বিরুদ্ধে পণের দাবি ও অন্যান্য হেনস্থার অভিযোগ প্রত্যাহার করেছেন।
এবার শোনা যাচ্ছে, করিশমার বয়ফ্রেন্ড সন্দীপও ডিভোর্স দিতে চান তাঁর স্ত্রী দাঁতের ডাক্তার আশ্রিতাকে। এই দম্পতিরও ১১ ও ৬ বছরের দুটি কন্যা রয়েছে। বেশ কয়েক বছর ধরে সন্দীপের সঙ্গে প্রেম করছেন করিশমা। সন্দীপ ডিভোর্স পেলেই তাঁরা বিয়ে করবেন বলে ঠিকঠাক। কিন্তু মুশকিল করেছে আশ্রিতার জেদ। স্বামীর বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ করে আশ্রিতা জানিয়ে দিয়েছেন, যাই ঘটুক, সন্দীপকে তিনি কোনও মতেই ডিভোর্স দেবেন না। করিশমার আগেও সন্দীপের সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সম্পর্ক ছিল বলে তাঁর অভিযোগ।
সন্দীপের আইনজীবীর অবশ্য দাবি, গোটা অভিযোগই আশ্রিতার কল্পনাপ্রসূত, করিশমার সঙ্গেও তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই। আশ্রিতা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের শিকার। এ ব্যাপারে ডাক্তারি সার্টিফিকেট রয়েছে তাঁদের কাছে। কিন্তু আশ্রিতা কিছুতেই চিকিৎসা করাতে রাজি নন। এই পরিস্থিতিতে সন্দীপের পক্ষে এই বিবাহ টিকিয়ে রাখা সম্ভব নয়।
আশ্রিতার ঘনিষ্ঠরা আবার দাবি করেছেন, সন্দীপের যে বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, তার সব প্রমাণ তাঁদের কাছে রয়েছে। আগে আদালতে সন্দীপ প্রমাণ করুন, আশ্রিতা মানসিক রোগী, তারপর দেখা যাবে।
সব মিলিয়ে করিশমার দ্বিতীয় বিবাহের সম্ভাবনা এখন দূর অস্ত!
করিশমাকে ঘিরে অশান্তি তাঁর বয়ফ্রেন্ডের পরিবারে
ABP Ananda, Web Desk
Updated at:
12 Feb 2017 01:10 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -