হায়দরাবাদ:#দিনের শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০৩। জয়ের জন্য খেলার শেষ দিনে এখনও ৩৫৬ রান করতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৭ উইকেট। মাহমদুল্লাহ ৯ ও সাকিব ২১ রানে ক্রিজে রয়েছেন।

#৭৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও মোমিনুল হক ৬১ রান যোগ করার পর আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে ৪২ রান করে আউট হন সৌম্য। দলের রান তখন ৭২। এরপরই ২৭ রানে মোমিনুলকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ ইনিংসে ফের  আঘাত হানেন অশ্বিন।

#বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ।তামিম ইকবালকে তুলে নিয়ে প্রথম আঘাত হানলেন অশ্বিন। ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর থেকে ইনিংসের হার ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকার ও মোমিনুল হক। দলের স্কোর ইতিমধ্যেই ৫০ পেরিয়ে গিয়েছে।

#চা-পানের বিরতিতে  ২৯ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। লিড ৪৫৮ রান। কোহলির পর আউট হন রাহানে। তাঁর সংগ্রহ ২৮ রান। সাকিবের বলে দলের ১২৮ রানে আউট হন তিনি।   চেতেশ্বর পূজারা (৫৪) এবং রবীন্দ্র জাদেজা (১৬) অপরাজিত থাকেন।

#২৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১২০।


#দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। বিরাট কোহলি ৩৮ রান করে সাকিব অল হাসানের বলে আউট। দলের ৯০ রানের মাথায় আউট হলেন তিনি।  দলের রান ১৯ ওভারে ৩ উইকেটে ৯৬।

#দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খেল ভারত। ২৩ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরলেন দুই ওপেনার মুরলী বিজয় (৭ রান) ও লোকেশ রাহুল (১০ রান)।দুজনকেই আউট করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

#ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৮৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ২৯৯ রানে এগিয়ে ভারত। বাংলাদেশকে অবশ্য ফলো-অন করানোর পথে গেল না টিম কোহলি। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে ভারত।

ভেস্তে গেল বাংলাদেশের সাময়িক প্রতিরোধ। গতকাল ম্যাচের তৃতীয় দিনে অধিনায়ক মুশফিকুর রহিম (৮১) ও মেহেদি হাসান মিরাজের (৫১) অপরাজিত জুটি শেষপর্যন্ত অবিচ্ছিন্ন থেকে গিয়েছিল। আজ কোনও রান যোগ করতে পারলেন না মিরাজ। এদিন প্রথম ওভারেই মিরাজকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। গতকালের ৩২২ রানেই সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে বাংলাদেশ ৯৭ রান যোগ করে। এরপর তাইজুলকে ফিরিয়ে দেন উমেশ। তাইজুল মাত্র ১০ রান করেন। ৩৩৯ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। এরইমধ্যে শতরান সম্পূর্ণ করে নেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকর। ১১৪ রানে অপরাজিত মুশফিকর। তাঁর ইনিংসে রয়েছে ১৪ টি বাউন্ডারি ও ২ টি ওভারবাউন্ডারি।এটি তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ১২১.৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৬৯। উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল।