কলকাতা: প্রথমে একটা গুহা । আগুনের আঁচে আধো অন্ধকার কেটে গিয়ে দেখা যাচ্ছে একটা মূর্তি । তার মাথার অর্ধেক অংশ ভাঙা । তারপরেই একটা রহস্যে মোড়া মিউজিক আর সেই সঙ্গে যেন সেই রহস্যময় গুহার গভীর থেকে আরও গভীরে সরে যাওয়ার হাতছানি । অবশেষে মশাল হাতে দাঁড়িয়ে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ওরফে সোনাদা, ঝিনুক ওরফে ইশা সাহা (Ishaa Saha) ও আবির ওরফে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত সোনাদা সিরিজের নতুন গল্প কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon)-এর মোশন পোস্টার আর ফার্স্ট লুক । চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই নতুন অভিযান নিয়ে হাজির সোনাদা। প্রযোজনার দায়িত্ব এসভিএফ (SVF)-এরই । 


আরও পড়ুন: Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার উন্নতি, ১৫ দিন পরে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের


আজ সোশ্যাল মিডিয়ায় ছবি মোশন পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। সোনাদা মূলত ছোটদের কথা মাথায় রেখে তৈরি করা । কিন্তু বড়দেরও সমান আকর্ষণ করে এই সিরিজ । ফেব্রুয়ারি মাসেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। চিরাচরিত গোয়েন্দা চরিত্রদের থেকে সরে এসে বাংলাকে নতুন চরিত্র উপহার দিয়েছেন পরিচালক ধ্রুব। ছবি ঘোষণার পরে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, 'আমাদের প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু। কিন্তু এই প্রজন্মের বড় হওয়া জড়িয়ে থাকবে এমন চরিত্র কই? এখন সমস্ত সম্পর্কের সমীকরণ বদলেছে, পরিস্থিতি বদলেছে। নতুন প্রজন্ম নিজেদের সঙ্গে মেলাতে পারবে সেই ভাবনা থেকেই সোনাদার জন্ম। আর সোনাদা কখনও দেশে বিদেশে যায় না। বাংলার মধ্যেই ঘোরাফেরা করে তার সমস্ত গল্প। আমি সোনাদার প্রতিটা গল্পেই বাংলার সংস্কৃতি, ইতিহাসকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। বিষয়টা অনেকটা খেলার ছলে পড়ানোর মত। যাতে ছোটদের বাংলার ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ে। ঠিক যেমনটা হত আমাদের ছোটবেলার কমিকসে।'