কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতায় ফিরলেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। 'আমার আমলে কোনও দুর্নীতি হয়নি', বিমানবন্দরে দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান চলে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট। তল্লাশি চলে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও। 


তদন্ত যেখানে...
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্টে বলা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। বাগ কমিটির রিপোর্টে আরও বলা হয়, কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য জানিয়েছেন, কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানদের সই সংগ্রহ করে স্ক্যান করেন এবং সেই স্ক্যান করা সই কমিশনের অ্যাপ্লিকেশন সার্ভারে সংরক্ষণ করেন, যাতে পরবর্তীকালে সেই সইগুলো গ্রুপ-D পদের সুপারিশপত্র তৈরির কাজে ব্যবহার করা যায়। জিজ্ঞাসাবাদের সময় সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছিলেন,  স্বাক্ষর সংগ্রহ করা এবং স্ক্যান করে সংরক্ষণ করার সিদ্ধান্ত আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানরাই নিয়েছিলেন। এবিষয়ে কমিশনের কোনও বোর্ড মিটিং হয়নি। এর মধ্যে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, নিউটাউনে সিবিআইয়ের হাতে যিনি গ্রেফতার হয়েছেন সেই অভিযুক্ত ‘মিডলম্যান’-র নাম প্রদীপ সিংহ। নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে CBI। ED গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। 


ইডি-র হাতে গ্রেফতার পার্থ...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ নথি, বেনামি সংস্থা ও সম্পত্তির খোঁজ মিলেছে বলেও খবর। তদন্তকারীদের ধারণা, এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে। সত্যিই কি তাই? বলবে সময়। তবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 


 


আরও পড়ুন:পুজো অনুদান নিয়ে আপত্তি, হাইকোর্টে দায়ের তৃতীয় মামলা