কলকাতা: রাত ফুরোলেই নতুন ছবির মুক্তি, ইতিমধ্যেই অনলাইন বুকিং খুলে দিয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহ। ৩০ তারিখ টলিউড ও বলিউড মুক্তি পাচ্ছে একাধিক ছবি। এরই মধ্যে একটি হল ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee) পরিচালিত কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Gupadhan)। আর প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF) দাবি, ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ২৫ হাজারেও বেশি টিকিট!


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)-এর ট্রেলার। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে সোনাদা ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র গলায় শোনা গেল বাংলার সংস্কৃতির কথা। ঠিক এই কথাই তো বলেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।


'কর্ণসুবর্ণের গুপ্তধন' নিয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে। তিনি জানিয়েছিলেন, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তাঁর।


আরও পড়ুন: Shiboprosad Mukherjee Exclusive: 'মায়ের মতো চাটনি, পায়েস কেউ বানাতে পারবেন না'


আজ, প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহেরই আগাম বুকিং পদ্ধতি চালু হয়ে গিয়েছে। আর হিসেব বলছে ইতিমধ্যেই 'কর্ণসুবর্ণের গুপ্তধন' দেখতে টিকিট কেটে ফেলেছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। শুধু বাংলায় নয়, আগামীকাল এই ছবি মুক্তি পাবে তেজপুর (Tezpur), গুয়াহাটি (Guwahati), বেঙ্গালুরু (Bangalore), দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), পুণে (Pune), ভুবনেশ্বর (Bhubaneshwar), রাঁচি (Ranchi)-তে। এছাড়াও আগামীকাল কানাডায় (Canada)-তে মুক্তি পাবে  'কর্ণসুবর্ণের গুপ্তধন'। নেদারল্যান্ডস, ইউএসএতেও মুক্তি পাবে এই ছবি।