মুম্বই: এই মুহূর্তে আগামী ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর (Chakda Xpress) শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। লন্ডনে চলছে তাঁর শ্যুটিং। মেয়ে ভামিকাকে নিয়ে সেখানেই রয়েছেন অভিনেত্রী। এদিন তিনি মেয়েকে নিয়ে একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তিনি যা কাণ্ড করে বসলেন, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।


মেয়ের সঙ্গে পার্কে গিয়ে যা করলেন অনুষ্কা শর্মা-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ছবিগুলিতে দেখা যাচ্ছে, মেয়ের সঙ্গে পার্কে গিয়ে দারুণ উপভোগ করছেন অভিনেত্রী। আর তাঁর খুদে একরত্তি সন্তান যা করছে না, তাই ছোটদের মতো করে বেড়াচ্ছেন অনুষ্কা। তাঁকে দেখা যাচ্ছে বাচ্চাদের সমস্ত খেলার জায়গাগুলিতে মজা করে বেড়াচ্ছেন তিনি। ধূষর রঙের হুডি, স্পোর্টস শ্যু এবং জিনসে তিনি যেন কন্যা ভামিকার থেকেও বয়সে ছোট হয়ে গিয়েছেন। অনুষ্কার এমন কাণ্ডকারখানা দেখে আপ্লুত নেটিজেনরা।


আরও পড়ুন - Sara Ali Khan: গুঞ্জন বাড়ল আরও, ফের এই বলি নায়কের সঙ্গে একান্তে দেখা গেল সারাকে


প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মুম্বইয়ের কাছে আলিবাগে আট একরের একটি ফার্ম হাউজ কিনেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virushka)। এই বিলাসবহুল ফার্ম হাউজটি কেনার জন্য তাঁদের খরচ হয়েছে ১৯.২৪ কোটি টাকা। এই টাকার ১.১৫ কোটি টাকা তাঁরা আগেই জমা দিয়েছিলেন। আর গণেশ চতুর্থীতে বাকি টাকার লেনদেন শেষ করেন বিরাট কোহলির ভাই বিকাশ। কারণ, এই মুহূর্তে এশিয়া কাপের খেলার জন্য দুবাইয়ে রয়েছেন বিরাট। সমীরা হ্যাবিটেটস নামের একটি জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে সম্পত্তি কেনায় লেনদেন হয়েছে বিরুষ্কার। জানা যায়, প্রায় ৬ মাস আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আলিবাগের বাড়িটি দেখে আসেন। কিন্তু ব্যস্ততার কারণে বিরাট এই সম্পত্তি কেনার সময় উপস্থিত থাকতে পারেননি।



অনুষ্কা শর্মাকে শীঘ্রই দেখা যাবে চাকদা এক্সপ্রেস ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করছেন ঝুলন গোস্বামীর চরিত্রে। ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে আশায় রয়েছেন তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে, প্রয়াত কিশোর কুমারের মুম্বইয়ের বাংলোয় রেস্তোরাঁ খুলতে চলেছেন বিরাট কোহলি! কোনও জল্পনা নয়, এ খবর দিয়েছেন স্বয়ং কিশোর কুমারের পুত্র, বিখ্যাত গায়ক অমিত কুমার। মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কিংবদন্তি গায়ক-অভিনেতার বাংলোটিকে নতুন উদ্যোগে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাংলোটি ৫ বছরের জন্য লিজে নিয়েছেন কোহলি।