মুম্বই: আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের জন্মদিন (Kartick Aaryan Birth Day)। আর অভিনেতার জন্মদিনে কার্তিকের নতুন ছবি নিয়ে ঘোষণা পরিচালক কর্ণ জোহরের (Karan Johar)। তিনি জানিয়েছেন, ধর্মা মুভিস এবং বালাজি মোশন পিকচারস এই ছবি নিয়ে আসছে। যেই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন মেধাবী কার্তিক আরিয়ান। ছবিটি পরিচালনা করবেন সন্দীপ মোদি। পাশাপাশি তিনি কার্তিককে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।






কবে মুক্তি পাবে এই ছবি ? মন খুললেন কার্তিক আরিয়ানও 


 তবে এর পাশাপাশি কার্তিক আরিয়ানও তাঁর এই নতুন ছবি নিয়ে করলেন পোস্ট। লিখলেন বীরত্ব ও ত্যাগে পরিপূর্ণ আমাদের গৌরবময় ভারতের ভারতীয় ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়, এখন আমাদের জীবনের অংশ হতে চলেছে। আমাদের হৃদয়ের খুব কাছের একটি বিষয় অত্যন্ত প্রতিভাবান @sandiepm এর সঙ্গে নতুন যাত্রা শুরু করতে পেরে গর্বিত এবং উত্তেজিত। সঙ্গে থাকছেন পাওয়ার হাউজ @karanjohar এবং @ektarkapoor'। ২০২৫ সালে ১৫ মুক্তি পাবে এই সিনেমা, ইন্সটা পোস্টে জানিয়েছেন কর্ণ জোহর।


আরও পড়ুন, শাহরুখ তাঁর 'জান', ভালবাসেন ফুচকা-মোমো-সবজি দিয়ে ম্যাগি, অফস্ক্রিনে কেমন 'অটোওয়ালি' টুম্পা ওরফে ডোনা?


গলল অভিমানের বরফ, জন্মদিনে বড় উপহার


প্রসঙ্গত,২০২১ সালে আচমকাই দোস্তানা ২ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। বলিউডে ভেসে বেড়াচ্ছিল নানা কথা। পারিশ্রমিকের অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় এমন ঘটনা ঘটেছিল। কোভিড পরবর্তী সময়ে হঠাৎ করেই মোটা টাকা চেয়ে বসেছিলেন। শোনা যায়, তাতেই ক্ষুব্ধ হন কর্ণ জোহর। যদিও এনিয়ে কার্তিক আরিয়ান মুখ খুলেছিলেন। বলেছিলেন, দুজনের মধ্যে সমস্যা হয়, তা নিয়ে বয়েসে ছোট ব্যক্তির প্রকাশ্যে বলা ঠিক নয়। যদিও বেশি টাকা চাওয়ার বিষয়টি মেনে নেননি তিনি। চিত্রনাট্য পছন্দ না হওয়ার জন্যই রাজি হননি বলেই জানিয়েছিলেন তিনি।  তবে কর্ণ জোহর এই নিয়ে কখনও মুখ খোলেননি। তবে ছবি থেকে বাদ পড়ার ঘটনা শুধুই কার্তিককে নিয়েই নয়, টলিউড থেকে বলিউড প্রত্যেকটা জায়গাতেই এমন ভুরিভুরি উদাহরণ রয়েছে।  যদিও ফের কার্তিকের জন্মদিনে কর্ণের এই পোস্ট আগের অভিমানের বরফকে গলিয়ে দিয়েছে বলেই ধরে নেওয়া যায়।