এই ক্যাপশনে সারার প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি। রাগ প্রকাশের ইমোজি পোস্ট করেন সারা। তাঁকে শান্ত করতে কার্তিক লেখেন, সো-জা... জোক হ্যায় আম্মা জোক( আরে মজা করছি, মা, ঘুমিয়ে পড়)।
সোশ্যাল মিডিয়ায় সারার সঙ্গে কার্তিকের মজা করার ঘটনা এই প্রথম নয়। গত সোমবার কেদারনাথ সিনেমার অভিনেত্রীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন কার্তিক। ছবিতে কার্তিককে নিজের হাতে সারাকে খাইয়ে দিতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করে লিখেছিলেন, খুব রোগা হয়ে গিয়েছ, এসো আগের মতো হয়ে যাও।
উল্লেখ্য, আগে সারার ওজন অনেক বেশি ছিল। গতমাসেই সারা একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে সারাকে বিনা হেলমেটে দেখা গিয়েছিল। কার্তিক কমেন্ট করেছিলেন, হেলমেট কোথায় ম্যাডাম? সারা জবাব দেন, তুমি চুরি করে নিয়ে গেছ।
আসলে সারা ও কার্তিক তাঁদের আগামী সিনেমা লাভ আজকাল-এর প্রচারের কাজে ইদানিং খুবই ব্যস্ত।