মুম্বই: বি টাউনে পা রাখার পর থেকেই অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে একাধিক তারকার নাম জড়িয়েছে। কখনও সুশান্ত সিংহ রাজপুত। কখনও কার্তিক আরিয়ান। হালে আবার ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও একান্তে সময় কাটাতে দেখা যায় সারাকে। কিন্তু অভিনেত্রীর পুরনো এক সম্পর্কের গুঞ্জনই ফের জোরালো হয়ে উঠল। সেই বলি নায়কের সঙ্গেই ফের গল্পগুজব করতে দেখা গেল সারাকে।
পুরনো সম্পর্কেই কি জোর দিচ্ছেন সারা আলি খান?
সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ওটিটি প্লে অ্যাওয়ার্ড ২০২২। বি টাউনের বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই সারা আলি খানকে গল্পে মেতে থাকতে দেখা গেল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে। প্রসঙ্গত, নানা সময়ে এই দুই তারকার মধ্যে সম্পর্কের গুঞ্জন রটে। শোনা যায়, 'লভ আজ কল ২'-এর শ্যুটিংয়ের সময় থেকেই সারা এবং কার্তিক একে অপরকে ডেটিং করতে থাকেন। যদিও দুই তারকা প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই কর্ণ জোহর তাঁর চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এই দুই তারকার সম্পর্কে কার্যত শিলমোহর দেন। তাতে বেজায় চটেও যান সারা।
আরও পড়ুন - Kartik Aaryan: কোন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান?
এদিন নেট দুনিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের মঞ্চে পাশাপাশি বসে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। দুই তারকা গল্পে মশগুল। শুধু তাই নয়, অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁরা দুজনে একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। ক্যামেরাতেও একসঙ্গে পোজ দেন। শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটিজেনদের মত, পুরনো সম্পর্ককেই ঝালিয়ে নিচ্ছেন সারা।
ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। 'ধামাকা' ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে 'আতরঙ্গী রে' ছবির জন্য পারফরম্যান্স অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন সারা আলি খান।
অন্যদিকে, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কালো রঙের স্যুট, সাদা শার্ট ও কালো টাইতে একেবারে ফর্মাল পোশাকে সেজে ছবি দিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ধরা রয়েছে তাঁর পাওয়া সেরা অভিনেতার পুরস্কার। ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, 'সম্মানিত এবং কৃতজ্ঞ।'