মুম্বই: বলিউডের এই মুহূর্তের তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর অনুরাগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন লাফ গিয়ে। পাশাপাশি শুধু অনুরাগী সংখ্যার হিসেবেই নয়, কার্তিক আরিয়ানের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। অক্ষয় কুমারদের মতো অভিনেতাদের ছবির সিক্যুয়েলে দেখা যাচ্ছে তাঁকে। তারইসঙ্গে তাঁর অভিনীত ছবিগুলি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাও করছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই জানালেন, ১০ দিন কাজ করার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
কার্তিক আরিয়ানের পারিশ্রমিক-
'পেয়ার কা পঞ্চনামা' থেকে 'ভুলভুলাইয়া টু'। নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তাঁর অভিনীত ছবিগুলি বক্স অফিসে সাফল্যও পেয়েছে। গত বছর মুক্তি পায় 'ভুলভুলাইয়া টু'। ছবিটি মাত্র কয়েক দিনের মধ্যেই ১০০ কোটি টাকার ক্লাবে পৌঁছে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের অঙ্কও। কার্তিক নিজেই নিজেকে বলিউডের 'শেহজাদা' বলে উল্লেখ করলেন। জানালেন, তিনি এই মুহূর্তে বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন।
আরও পড়ুন - Rahul Athiya Wedding: কোথায় বিয়ে? কারা আমন্ত্রিত? একঝলকে রাহুল-আথিয়ার বিয়ের সমস্ত তথ্য
পরিচালক লভ রঞ্জনের ছবি 'পেয়ার কা পঞ্চনামা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল কার্তিক আরিয়ানের। সেই ছবির জন্য তিনি মাত্র দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সম্প্রতি তিনি হাজির ছিলেন রজত শর্মার জনপ্রিয় শো 'আপ কি আদালত'-এ। সেখানেই জানালেন, করোনা অতিমারির সময়ে তিনি একটি ছবির কাজ ১০ দিনে শেষ করেছিলেন। আর তার জন্য তিনি ২০ কোটি টাকা নিয়েচিলেন। ছবিটি ছিল রাম মাধবনীর 'ধামাকা'। প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। 'ধামাকা' ছবির শ্যুটিং শেষ হয়েছিল মাত্র ১০ দিনে। আর সেই ১০ দিনের জন্যই তিনি নিয়েচিলেন ২০ কোটি টাকা।
'আপ কি আদালত'-এ কার্তিক আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে রজত শর্মা প্রশ্ন করেন যে, কার্তিক নিজের প্রতি কতটা মুগ্ধ হয়ে থাকেন যে, যখন প্রথম ছবির জন্য দেড় লক্ষেরও কম টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, আর এখন ২০ কোটি টাকা চাইছেন। সলজ্জ ভঙ্গীতে কার্তিক বলেন, 'ওটা তো মাত্র ১০ দিনের কাজ ছিল। ওটা করোনার সময়ের পারিশ্রমিক ছিল। ১০ দিনে ছবির কাজ শেষ হয়ে গিয়েছিল। আর যদি আমি কোনও টাকা পারিশ্রমিক নিই। তাহলে প্রযোজকদের তার দ্বিগুন টাকা ফিরিয়ে দিই।'
কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যেতে চলেছে বেশ কয়েকটি ছবিতে। 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' এবং আরও অনেক ছবিতে দেখা যাবে তাঁকে।