সোমনাথ দাস ও সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের হুমকি-হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতি আগেও উত্তাল হয়েছে। অজিত মাইতির বক্তব্য নিয়েও বিতর্ক কম হয়নি। ফের শুরু যুযুধান দুই শিবিরের দুই নেতার তরজা। তৃণমূল নেতা ও বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে জেলা পরিষদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করলেন দিলীপ ঘোষ। এই অভিযোগের ভিত্তিতে তার কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি। পাল্টা আক্রমণ করেছেন অজিত মাইতিও।
দিলীপের অভিযোগ:
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের কাছে টাকা নিয়েছেন অজিত মাইতি।' অজিত মাইতির বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের। তিনি আরও বলেন, 'কখন কার বাড়িতে কে যায়। সময় বলবে। জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের কাছে টাকা নিয়েছেন অজিত মাইতি।সব তথ্যই সামনে আসবে।'
অজিতের তোপ:
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর এবং বিধায়ক অজিত মাইতি বলেন, 'যে চোর, সে সবাইকে চোর ভাবে। জেলা পরিষদের চাকরি কীভাবে হয়, সেটাই জানেন না।' তাঁর আরও দাবি, 'ওঁর দলিল ক্রিমিনালের বাড়িতে মিলেছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। জেলা পরিষদের চাকরি কীভাবে হয়, সেটাই জানেন না, চমকে ধমকে লাভ নেই।'
পঞ্চায়েতের ভোটের আগে বঙ্গ রাজনীতিতে হুমকি-হুঁশিয়ারির ছড়াছড়ি। বারবার ব্যক্তিগত আক্রমণে জড়িয়েছেন দুই নেতা। এর আগেও একাধিকবার বাগ্যুদ্ধে জড়িয়েছেন দিলীপ ঘোষ ও অজিত মাইতি। একে অপরের বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন দুই নেতা। কেউ মাত্রাছাড়া হুমকি দিয়েছেন। কেউ আবার বলেছেন, কেন্দ্রীয় বাহিনী ঘিরে আছে বলেই কথা বলতে পারছেন।
একদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল বিধায়ক ও জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি। নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। জেল বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এই প্রেক্ষাপটে ফের একবার এই অভিযোগ ঘিরে শুরু জোর তরজা।
তৃণমূল-আইএসএফ বিতর্কেও:
তৃণমূল-আইএসএফ সংঘর্ষ নিয়েও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বাংলায় যে বিরোধিতা করে, তাঁকেই পুলিশ দিয়ে মারা হয়। বিজেপি শক্তিশালী হয়েছে, তৃণমূলের অত্যাচার বেড়েছে। আইএসএফের দিকে সংখ্যালঘু সমর্থন, তৃণমূলের ভোট কাটছে। সেই কারণেই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা হচ্ছে।'
আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের চেয়ারে তৃণমূল নেতা! খোঁচা বিজেপির