কোনও বিমানবন্দরের বাইরে এই ঘটনা ঘটে। ভিডিওতে কার্তিকের মহিলা অনুরাগীকে বলতে শোনা যাচ্ছে যে, তাঁকে কেরলে যাওয়ার বিমান ধরতে হবে। কার্তিক তাঁর অনুরাগীদের সেলফি তোলার আবদারে সাড়া দেন। হাসি মুখেই পোজ দেন তিনি।
বলিউডের তরুণ তারকাদের অন্যতম কার্তিক। এখনই তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।
কার্তিককে সারা আলি খানের সঙ্গে লভ আজ কল ২ এবং অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকরের সঙ্গে পতি পত্নী অউর ও সিনেমা দেখা যাবে।