লে: পাকিস্তানের কাশ্মীর নিয়ে কথা বলার কোনও আইনি এক্তিয়ারই নেই এবং কোনও দেশই চলতি ইস্যুতে তাদের পাশে নেই বলে জানিয়ে দিলেন রাজনাথ সিংহ। আজ এখানে প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী নিজের ভাষণে বলেন, পাকিস্তান যখন সন্ত্রাসকে অস্ত্র করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে, অশান্তি ছড়াতে চাইছে, তখন কী করে ভারত তাদের সঙ্গে কথা বলবে?
ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায়, কিন্তু ওদের সেজন্য প্রথমে ভারতে সন্ত্রাস রপ্তানি বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেন রাজনাথ। বলেন, পাকিস্তানের কাশ্মীর প্রশ্নে কোনও আইনি হকই নেই। কিন্তু গিলগিট বালটিস্তান সহ পাক অধিকৃত কাশ্মীর দখল করে বসে আছে ওরা। ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে, যাতে ভারতের অবস্থান খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তানকে প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে ওদের ছিল। কাশ্মীর তো সবসময় ভারতেরই। পাকিস্তানও ভারত ভেঙেই তৈরি হয়েছে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অত্যাচার, মানবাধিকার লঙ্ঘনের সমস্যার দিকে পাকিস্তানের নজর দেওয়া উচিত বলেও অভিমত জানান তিনি।
রাজনাথ বলেন, ভারত পাকিস্তানের অস্তিত্বকে সম্মান করে, কিন্তু তার অর্থ এই নয়, তারা কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েই যাবে। কাশ্মীর বরাবর আমাদের। এ নিয়ে দেশে বিন্দুমাত্র সংশয় নেই। সত্যি এটাই যে, পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তান।
রাজনাথের দাবি, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিধি খারিজের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাঁর সঙ্গে টেলিফোনে হওয়া আলোচনায় একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। চলতি ইস্যুতে কোনও দেশই পাকিস্তানের সঙ্গে নেই বলেও জানিয়ে দেন তিনি।
পাকিস্তানের যে কাশ্মীর ইস্যুর সঙ্গে কোনও সম্পর্কই নেই, বোঝাতে ‘বেগামি শাদি মে আবদুল্লা দিওয়ানা’-এই হিন্দি প্রবাদবাক্যেরও উল্লেখ করেন তিনি।
রাজনাথ কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তের স্বপক্ষে সাফাই দেন, লাদাখকে যখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার আইন করা হল, তখন শুধুমাত্র স্থানীয় জনগণের ভাবাবেগকে সম্মানই জানানো হয়নি, তাদের সমস্যার সমাধানও করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে, ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য স্থানীয় ভিত্তিতে সমাধান করা হবে।
পাকিস্তানকে প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে ওদের ছিল, সবসময় ভারতেরই, বললেন রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2019 03:17 PM (IST)
রাজনাথ বলেন, ভারত পাকিস্তানের অস্তিত্বকে সম্মান করে, কিন্তু তার অর্থ এই নয়, তারা কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েই যাবে। কাশ্মীর বরাবর আমাদের। এ নিয়ে দেশে বিন্দুমাত্র সংশয় নেই। সত্যি এটাই যে, পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -