নয়াদিল্লি: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) আপাতত রয়েছেন নয়া দিল্লিতে (New Delhi)। শ্যুটিং সারছেন তাঁর আগামী ছবি 'শেহজাদা'র (Shehzada)। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেতা শ্যুটিং সেট থেকে প্রায়ই ছবি পোস্ট করতে থাকেন। 


সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন 'শেহজাদা'-র সেট থেকে। আপাদমস্তক শীতের বস্ত্রে নিজেকে ঢেকেছেন অভিনেতা, 'দিল্লি কি সর্দি' যাতে তাঁকে কোনওভাবেই কাবু না করতে পারে। নয়া দিল্লির 'মিরান্ডা হাউজ কলেজ'-এ (Miranda House College) 'শেহজাদা' ছবির শ্যুটিং চলছে।


পোস্ট শেয়ার করে, তার ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আরে, এখানে তো প্রচণ্ড ঠান্ডা।' হ্যাশট্যাগে লেখেন ছবির নাম 'শেহজাদা'।


 






'সোনু কে টিটু কি স্যুইটি' অভিনেতা বেশ কিছু ভিডিও পোস্ট করে জানান যে আজ ভোরবেলায় তাঁরা 'শেহজাদা' ছবির শ্যুটিং শুরু করেছেন। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে ফের অভিনয় করতে দেখা যাবে কৃতি শ্যাননকে (Kriti Sanon)। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মণিশা কৈরালা ও পরেশ রাওয়ালকে (Manisha Koirala and Paresh Rawal)। রোহিত ধবনের (Rohit Dhawan) পরিচালনায় এই ছবি দক্ষিণের জনপ্রিয় 'আলা বৈকুণ্ঠপুরমলু'র (Ala Vaikunthapurramuloo) রিমেক বলে মনে করা হচ্ছে।