রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা (নরেন্দ্রপুর): আগামীকাল কলকাতা পুরসভার (kmc) ভোট (election)। তার আগে নরেন্দ্রপুর (narendrapur) থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বার গুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রিজ ও গড়িয়া (garia) শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি গাড়ি ও বাইক চেকিং করছে পুলিশ। সারারাত ধরেই কলকাতা (kolkata police) পুলিশের সাথেও যৌথভাবে এইসব এলাকায় নাকা চেকিং চালানো হয় বলে বারুইপুর পুলিশ জেলা সুত্রে জানা গিয়েছে।


কলকাতার অন্যতম গেটওয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। পুরভোটের আগে বহিরাগতদের প্রবেশ আটকাতে গাড়ি থামিয়ে তল্লাশি কলকাতা (Kolkata Police) ও হাওড়া পুলিশের (Howrah Police)। চিংড়িঘাটা (Chingraghata) এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) ও কলকাতা পুলিশের। বাইক থামিয়ে পরীক্ষা করা হচ্ছে নথি। নিউ মার্কেট (New Market) এলাকার বিভিন্ন হোটেলে পুলিশের তল্লাশি অভিযান। বহিরাগতরা আশ্রয় নিয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।


বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও চলছে পুলিশের নজরদারি। বিধাননগর ও কলকাতার সীমানা এলাকায় বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি। বাইক আরোহী ও পথচলতি মানুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। নরেন্দ্রপুর থানার তরফে কলকাতায় ঢোকার জায়গাগুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রিজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রতিটি গাড়ি ও বাইকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


এদিকে, গতকাল , শুক্রবার থেকেই রুটমার্চ শুরু করেছে পুলিশ। এদিন সকালেও বিভিন্ন জায়গায় পুলিশের রুটমার্চ। মুকুন্দপুর এলাকায় পুলিশের রুটমার্চের পাশাপাশি, এলাকার বিভিন্ন হোটেলে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। নতুন কেউ এলে পুলিশকে জানাতে নির্দেশ হোটেল কর্তৃপক্ষকে। অন্যদিকে, ডিসিআরসিগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।কলকাতার ১৪৪টি ওয়ার্ডের জন্য খোলা হয়েছে ১৬টি ডিসিআরসি। ৪ হাজার ৯৫৯টি বুথের জন্য থাকছে ৬ হাজার ৫৭০টি ইভিএম। ১ হাজার ৭৭৬টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ।


আরও পড়ুন: এবার ‘মা ক্যান্টিনে’ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল, ৭ দিনের মধ্যে জবাব তলব