নয়াদিল্লি: বক্স অফিসে (Box office) এক সপ্তাহ কাটিয়ে ফেলল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। সমালোচক ও দর্শক, উভয় তরফের বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। সমীর বিদ্বানস (Sameer Vidwans) পরিচালিত এই ছবি প্রথম সপ্তাহান্তে ভাল ব্যবসা করলেও সোমবার থেকে ধীরে ধীরে কমতে থাকে ব্যবসার পরিমাণ। এক সপ্তাহ পর কোন জায়গায় দাঁড়িয়ে ছবির ব্যবসা?
'সত্যপ্রেম কি কথা' ছবির বক্স অফিস কালেকশন?
প্রথম সোমবার থেকে ব্যবসা পড়তে শুরু করেছে 'সত্যপ্রেম কি কথা' ছবির। বুধবার আরও পড়ে ব্যবসা। বুধবার এই ছবি ব্যবসা করেছে মাত্র ৩.৮৫ কোটি টাকার। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবি প্রথম সপ্তাহ শেষে ৫০ কোটি টাকার গণ্ডি পার করতে সক্ষম হয়েছে। ভাল রিভিউ সত্ত্বেও চতুর্থ দিন থেকে বিশেষ ভাল ব্যবসা করতে পারছে না এই ছবি।
সত্যপ্রেম ওরফে সত্তু ও কথার চরিত্রে দেখা গেছে যথাক্রমে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, শিখা তালসানিয়া, রাজপাল যাদব, সিদ্ধার্থ রনদেরিয়া ও অনুরাধা পটেল।
'সত্যপ্রেম কি কথা' ছবির আয়
ট্রেড অ্যানালিস্টদের মতে, প্রথম সপ্তাহের শেষে 'সত্যপ্রেম কি কথা' ছবিটি মোট আয় করেছে ৫০.৬১ কোটি টাকা। ইদের মরশুমে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রথম দিনেই ৯.২৫ কোটি টাকার ব্যবসা করে গত বৃহস্পতিবার। শুক্রবার আয়ের পরিমাণ খানিক কমলেও গতি বাড়ে শনিবার ও রবিবার। এই দু'দিন যথাক্রমে ১০ কোটি ও ১২ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। তবে সপ্তাহ শুরু হতেই পড়তে থাকে ছবির ব্যবসা। সোমবার এই ছবি ৪ কোটি টাকার ব্যবসা করে। তারপর থেকে আয়ের নিরিখে বিশেষ পরিবর্তন হয়নি। বুধবার এই ছবি ৩.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে।
'ভুল ভুলাইয়া ২' ছবির হিট জুটি কার্তিক ও কিয়ারাকে নিয়ে তৈরি হয় 'সত্যপ্রেম কি কথা'। কিন্তু প্রথম ছবির ব্যবসাকে এখনও টক্কর দিতে পারেনি সত্তু ও কথা প্রেম কাহিনি। ২০২২ সালের ব্লক বাস্টার 'ভুল ভুলাইয়া ২' প্রথম দিনে ১৪.১১ কোটি টাকার ব্যবসা করে এবং প্রথম সপ্তাহের শেষে মোট আয়ের পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। দেশের বক্স অফিসে এই ছবি ১৮৫ কোটি টাকার ব্যবসা করে।
অন্যদিকে, শুক্রবার অর্থাৎ আগামীকাল, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিদ্যা বালানের সাসপেন্স থ্রিলার 'নিয়ত'। এই ছবিতে দেখা যাবে রাম কপূর, অমৃতা পুরী, প্রযক্তা কোহলি, রাহুল বসু প্রমুখকে। এই ছবির সঙ্গে লড়াইয়ে কী ফল হয় 'সত্যপ্রেম কি কথা'র তা বলবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন