মুম্বই: 'ধামাকা' (Dhamaka) যে 'ধামাকা'দার পারফরম্যান্স করবে, তার আন্দাজ আগে থেকেই করতে পারছিলেন নেট নাগরিকরা। আর তেমনটাই হল। কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'ধামাকা' মুক্তি পাওয়ার পরই ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ড তৈরি করল। সম্প্রতি সেই সুখবরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।


মাত্র কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে 'পেয়ার কা পঞ্চনামা' অভিনেতাকে। ছবি মুক্তির আগে ট্রেলার এবং টিজারের মাধ্যমে নির্মাতারা এটা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন যে, ডিজিটালে কার্যত 'ধামাকা' করতে আসছে পরিচালক রাম মাধবনীর ছবি। ছবি মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে 'ধামাকা'দার পারফরম্যান্স করল।


আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: চূড়ান্ত গোপনীয়তা, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে প্রবেশের জন্য কী করতে হবে অতিথিদের?


সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুখবর জানিয়ে লিখেছেন, 'ডিজিটাল প্ল্যাটফর্মে সবথেকে বেশি সময় ধরে দেখা ছবি ধামাকা। সত্যিই এটা খুব বড় পাওনা। অনেক অনেক ধন্যবাদ সকলকে।' তিনি আরও তথ্য দিয়ে জানিয়েছেন যে, ছবি মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ডিজিটালে সবথেকে বেশি দেখা হয়েছে তাঁর নতুন ছবি 'ধামাকা'। কার্তিক আরিয়ান আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই এই ছবি ৪.৮ মিলিয়ন ঘণ্টা দেখা হয়ে গিয়েছে। 



প্রসঙ্গত, 'ধামাকা' ছবিটি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন কার্তিক আরিয়ান। একইরকমভাবে আশাবাদী ছিলেন ছবির পরিচালক রাম মাধবনী। 'নীরজা', 'আরিয়া টু'-র মতো ছবি ও ওয়েব সিরিজ পরিচালনা করার পর অন্যধারার ছবি 'ধামাকা' নিয়ে হাজির হন তিনি। খুব অল্প দিনে শ্যুটিং শেষ হয়েছে এই ছবির। পাশাপাশি সিনেমাহলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। 



'সোনু কি টিটু কি সুইটি' অভিনেতা কার্তিক আরিয়ান বিভিন্ন সময়ে 'ধামাকা'র সাফল্য শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এই ছবির জন্য যে তিনি বলিউডের অন্দর থেকেও প্রশংসা পাচ্ছেন, তাও জানিয়েছেন। আগামীতে তাঁর হাতে রয়েছে 'ভুলভুলাইয়া টু', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি'-র মতো একাধিক ছবি।