মুম্বই: ২০১১ সালে 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এরপর 'পেয়ার কা পঞ্চনামা টু', 'সোনু কি টিটু কি সুইটি'র মতো ছবিতে অভিনয় করেছেন। যা বক্স অফিসেও সাফল্য পেয়েছে। বর্তমানে বি টাউনের জনপ্রিয় তারকাদের মধ্যে একজন তিনি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া টু' বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। আর এবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে কার্তিক আরিয়ান বললেন, 'স্বপ্ন দেখা কি ছেড়ে দেব?' কী কারণে এমন বললেন অভিনেতা?
স্বপ্ন প্রসঙ্গে কার্তিক আরিয়ান-
চলতি বছর একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কার্তিক আরিয়ান। কখনও তাঁকে দেখা যাচ্ছে 'ধামাকা' ছবিতে, তো কখনও বাজিমাত করছেন 'ভুলভুলাইয়া টু' ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান নিজের স্বপ্নের কথা বলেন। তিনি বলছেন, 'আমি এখনও আর্থিক নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অনেক স্বপ্ন আছে। আমার স্বপ্ন ছিল যে একটা ল্যাম্বরঘিনি গাড়ি কিনব। সেই স্বপ্ন পূরণ করেছি। এখন আমার স্বপ্নগুলো আরও বড় হচ্ছে।' কার্তিকের এই কথার পরই তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি তো এবার ব্যক্তিগত বিমান চাইছেন। এরপরই অভিনেতা বলেন, 'স্বপ্ন দেখা কি তাহলে ছেড়ে দেব! স্বপ্ন বড় না থাকলে সাফল্য আসে না।'
আরও পড়ুন - Salman Khan: কীভাবে গণেশ চতুর্থী উদযাপন করলেন সলমন খান?
প্রসঙ্গত, সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, তাঁর 'রুহ বাবা' চরিত্রটি এবার এসে গিয়েছে কমিক বইয়ে। কমিক জগতেও পা রাখলেন অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'রুহ বাবা আর তাঁর গল্প এবার এসে গিয়েছে কমিক্সের ভুলভুলাইয়াতে। এটা আমার সমস্ত খুদে অনুরাগীদের জন্য।' জানা যাচ্ছে, ডায়মন্ড কমিক্স দেশের অন্যতম জনপ্রিয় এক কমিক পাবলিশার। যারা 'চাচা চৌধুরী', 'বিল্লু', 'পিঙ্কি', 'মোটু পাতলু'র মতো কমিক চরিত্রদের সামনে নিয়ে এসেছে। বেড়ে ওঠার দিনগুলোয় বহু মানুষ এই সমস্ত কমিক্স পড়েছেন। এবার তারাই 'রুহ বাবা আর তার গল্প' নিয়ে এসেছে বইয়ের পাতায়। আর এভাবেই এবার খুদেদের আরও মনের কাছে পৌঁছে গেলেন বা ভবিষ্যতে আরও যেতে চলেছেন কার্তিক আরিয়ান।
কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যায় কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'সত্যপ্রেম কি কথা' এবং কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে দেখা যাবে তাঁকে।