মুম্বই: নতুন ছবি 'ধামাকা'-র সাফল্যে বেশ খুশিতেই রয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বলিউডের (Bollywood) এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। কেরিয়ারের উত্থানও বেশ উল্লেখযোগ্য। ইতিমধ্যেই 'সোনু কি টিটু কি সুইটি' অভিনেতা কার্তিক আরিয়ান বলিউডে বেশ কিছু ছবিতে শুধু অভিনয়ই করে ফেলেননি, তার জন্য পুরস্কৃতও হয়েছে। 'পেয়ার কা পঞ্চনামা' হোক কিংবা 'লুকা ছুপি', অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের পছন্দের তালিকায় সহজেই জায়গা করে নিয়েছেন। সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ধামাকা'। যদিও এই ছবি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ছবিতে অভিনয় করে শুধু অনুরাগীদেরই নয়, বলিউডের অন্দর থেকেও প্রশংসিত হয়েছেন তিনি।


বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আচমকা মৃত্যুর পর নেপোটিজম বিতর্ক আরও একবার মাথাচাড়া দেয় যখন কার্তিক আরিয়ান বাদ পড়েন কর্ণ জোহরের 'দোস্তানা টু' ছবি থেকে। অনুরাগীরা তো বটেই, কঙ্গনা রানাউতের মতো তারকারা কর্ণকে নেপোটিজম বিতর্কে বিদ্ধ করতে ছাড়েননি। চলতি বছরের শুরুর দিকেই কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, 'দোস্তানা টু' ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে তারা কাজ করছে না। তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে নেওয়া হবে। এই ঘটনার পর পেশাদার সম্মান বজায় রাখতে কার্তিক আরিয়ান এবং কর্ণ জোহর উভয়কেই মুখ বন্ধ রাখতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দোস্তানা টু' থেকে বাদ পড়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেন 'ধামাকা' অভিনেতা, যা শুনে অনুরাগীদের মনে হচ্ছে, তাহলে কি কর্ণ জোহরকে কোনও কড়া বার্তা দিতে চাইলেন তিনি?


আরও পড়ুন - Sara Ali Khan: ফোন হারালেন সারা আলি খান! তারপর?


সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ানকে 'দোস্তানা টু' থেকে বাদ পড়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, 'আমি বলিউডের কোনও ক্যাম্পের সঙ্গে জড়িয়ে নেই। আমি আজ যতটুকু প্রশংসা পাচ্ছি, এই যে এতদূর আসতে পেরেছি, পুরোটাই আমার নিজের ট্যালেন্টের জন্য। এভাবেই ভবিষ্যতেও কাজ করে যাব। কর্ণ জোহরের ছবি 'দোস্তানা টু' নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।'


প্রসঙ্গত, ২০১৯-এ 'দোস্তানা টু' ছবির ঘোষণা করা হয় নির্মাতাদের পক্ষ থেকে। সেই সময়ে জানা গিয়েছিল, মুখ্য চরিত্রে থাকতে চলেছেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কপূরের মতো তারকারা। কিন্তু এরপরই করোনা পরিস্থিতি শুরু হয়ে যায়। অন্যান্য সমস্ত ছবির মতো এই ছবির কাজও আটকে যায়। চলতি বছরের শুরুর দিকে জানা যায় যে, এই প্রোজেক্টে থাকছেন না কার্তিক। গুঞ্জন রটে যে, কর্ণের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এই প্রোজেক্ট থেকে বাদ পড়লেন অভিনেতা। যদিও এই প্রসঙ্গে কর্ণ কিংবা কার্তিক দুজনেই পেশাদার সম্মান বজায় রাখতে মুখ বন্ধ রেখেছেন।