নয়াদিল্লি: ঘোষণার পর থেকেই উত্তেজিত অনুরাগীরা। কবে আসবে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyan 3), সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অনুরাগীদের মনে। আপাতত জোর কদমে চলছে শ্যুটিং। সেই কারণেই কলকাতায় (Kolkata) হাজির অভিনেতা। ছবির একাংশের শ্যুটিং হবে তিলোত্তমার বুকে। কখনও হাওড়া ব্রিজে (Howrah Bridge), কখনও ফ্লুরিজে (Flurys), ঝলক মিলল 'রুহ বাবা'র।
কলকাতার রাস্তায় 'রুহ বাবা', শ্যুটিং সারছেন কার্তিক আরিয়ান
সোমবার রাতে শহরে পৌঁছন অভিনেতা। রাতের শহরে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তোলা ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কলকাতা, হাওড়া ব্রিজ, নানা স্থানে ঘুরে ঘুরে চলছে শ্যুটিং। তাঁকে ছবির লুকে, 'রুহ বাবা'র পোশাকেই দেখা গেল একটি তিন চাকার বাইক চালাতে।
৯ তারিখ, অর্থাৎ গতকাল, ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের ওপর শ্যুটিং করতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। পরনে কালো পোশাক, মাথায় ব্যান্ডানা, চোখে রোদচশমা, যে কোনও সিনেপ্রেমীর খুব চেনা 'রুহ বাবা'র লুক। চালাতে দেখা গেল তিন চাকার বাইক।
বুধবার অভিনেতা হঠাৎই ঢুঁ মারেন পার্কস্ট্রিটের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ 'ফ্লুরিজ'-এ। সেখানে তাঁকে খেতে দেখা যায় 'এগ হোয়াইট মসালা ওমলেট' ও বেরনোর সময় হাতে তুলে নেন 'ক্লাসিক কোল্ড ব্রিউ'। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোজও দেন। এদিন সকালের দিকে অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও দেন রেস্তোরাঁ থেকে। এরপর হাওড়া ব্রিজের মাঝে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করে প্রোফাইলে। ক্যাপশনে কায়দা করে লেখেন, 'কলকাতা হাও-রা ইউ'।
'ভুল ভুলাইয়া ২'-এর নিদারুণ সাফল্যের পর 'ভুল ভুলাইয়া ৩'-এর জন্য কার্তিক আরিয়ান শ্যুটিং শুরু করেন চলতি বছরের ৯ মার্চ থেকে। ইতিমধ্যেই প্রথম দফার শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে তিনি এই ছবিকে তাঁর কর্মজীবনের 'সবচেয়ে বড় ফিল্ম' বলে আখ্যা দেন।
আরও পড়ুন: 'Aparajito' At Nandan: মুক্তির ২ বছর পর অবশেষে নন্দনে 'অপরাজিত', কবে-কখন দেখা যাবে?
অনিশ বাজমি, যিনি 'ভুল ভুলাইয়া ২' পরিচালনা করেছিলেন, হাল ধরেছেন এই ছবিরও। প্রথম ভাগের মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালান ফিরছেন এই ছবিতে। সেই সঙ্গে এই ছবিতে প্রথমবার কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে, 'ভুল ভুলাইয়া ৩' মুক্তি পাবে ২০২৪ সালের দীপাবলিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।