চেন্নাই: ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলি চালু রাখতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চেন্নাইয়ের কাবেরী হাসপাতাল, যেখানে করুণানিধি ভর্তি রয়েছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

৯৪ বছর বয়স্ক করুণা তামিলনাড়ুর ৫ বারের মুখ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার দিকে টানা নজর রাখছে চিকিৎসকদের একটি দল। কিন্তু বয়সের কারণেই এই রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কাবেরী হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দন সেলভারাজ জানিয়েছেন, ডিএমকে প্রধানের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি চালু রাখতে চিকিৎসকদের নাজেহাল হতে হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিনি চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন তার ওপর নির্ভর করছে তাঁর সেরে ওঠার সম্ভাবনা।

[embed]https://twitter.com/Madrassan/status/1026455005899841543?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1026455005899841543&ref_url=https%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fkarunanidhi-health-update-dmk-chiefs-condition-declines-next-24-hours-crucial-738192[/embed]

প্রিয় নেতার অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালের বাইরে ভিড় করেছেন শয়ে শয়ে ডিএমকে সমর্থক। ভিড়ের চোটে চেন্নাইয়ের নানা অংশে যানবাহন সম্পূর্ণ থমকে যায়। রক্তচাপ মারাত্মক কমে যাওয়ায় গত মাসের ২৮ তারিখ থেকে এই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন করুণানিধি। তবে ওষুধ দিয়ে তা স্থিতিশীল করা হয়েছে।

গত ১০ দিনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ নানা রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে করুণানিধিকে দেখতে এসে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।