মুম্বই: ‘স্যাকরেড গেমস’-এর দ্বিতীয় সিজনের জন্য বিক্রমাদিত্য মোতওয়ানে, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভারকে রাখবে বলে জানিয়ে দিল নেটফ্লিক্স। ভাল হিট হয়েছে ‘স্যাকরেড গেমস’। জনপ্রিয় সিরিজটি যৌথ ভাবে পরিচালনা করেন কাশ্যপ ও মোতওয়ানে। তবে অভিযোগ ওঠে, তাঁরা ফ্যান্টন ফিল্মস-এর প্রাক্তন পার্টনার বিকাশ বহেলের বিরুদ্ধে সংস্থার এক মহিলা কর্মী যৌন হেনস্থার যে অভিযোগ তোলেন, সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেননি। ব্যাপক সমালোচনা হলেও দুজনেই অভিযোগ অস্বীকার করেন। ভারতে #মি টু প্রচার জোরদার হওয়ার পর বহলের বিরুদ্ধে পুরানো অভিযোগ ফের মাথাচাড়া দেওয়ায় গত মাসে ভেঙে দেওয়া হয় ফ্যান্টন ফিল্মস। ২০১৫-য় গোয়ায় তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে দাবি করেছিলেন ওই মহিলা। গ্রোভারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ তোলেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। যদিও গ্রোভার তা অস্বীকার করে একাধিক বিবৃতিতে বলেন, তিনি মি টু আন্দোলন সমর্থন করলেও মানসিক শান্তির জন্য নিজেকে নির্দোষ দেখতে চান।
এদিন নামী স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স জানায়, তারা নিরপেক্ষ তদন্ত করে পাওয়া ফলে খুশি। স্যাকরেড গেমস–এর দ্বিতীয় সিজনে মোতওয়ানে ও কাশ্যপের সঙ্গে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিতে নেটফ্লিক্স-কে সাহায্য করেছে এই ফল। বরুণ গ্রোভারের সঙ্গেও কাজ চালিয় যাবে নেটফ্লিক্স।
নিরাপদ ও সম্মানজনক কাজের পরিবেশ সুনিশ্চিত করতে ও বজায় রাখতে তারা প্রোডাকশন পার্টনারদের সঙ্গে সহযোগিতা করবে জানিয়েছে নেটফ্লিক্স।
‘যৌন হেনস্থা’: ‘স্যাকরেড গেমস’-এর দ্বিতীয় সিজনে বিক্রমাদিত্য মোতওয়ানে, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভারের সঙ্গে কাজ চালিয়ে যাবে, জানাল নেটফ্লিক্স
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2018 07:42 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -