হায়দরাবাদ : এ এক আজব চোর। শুধুমাত্র মঙ্গলবারই ছিল তার চুরির দিন। আর রাতে নয়, দৃষ্টিশক্তির সমস্যার কারণে দিনের বেলাতেই কাজ সারত সে। কিন্তু শেষপর্যন্ত ভাগ্য সহায় থাকল না। পুলিশের জালে ধরা পড়ল সে। পুলিশ জানিয়েছে, মহম্মদ সামীর খান ও তার শাগরেদ মহম্মদ শোয়েব তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে একাধিক চুরির ঘটনায় জড়িত।
তাদের কাছ থেকে ৭০০ গ্রাম সোনা, ২১ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার। তিনি জানিয়েছেন, সামীর খানের দৃষ্টিশক্তি ক্ষীণ।সেজন্য সে দিনের আলোতেই চুরির কাজ করত।
এর পাশাপাশি সামীর খান বিশ্বাস করত যে, মঙ্গলবার চুরির কাজ করলে সে কেল্লা ফতে করতে পারবে। সেজন্য সে তার শাগরেদকে নিয়ে প্রতি মঙ্গলবার চুরির জন্য হানা দিত।
শাগরেদকে সঙ্গে করে মোটরসাইকেলে ঘুরে বেড়াত সামীর শেখ। তালাবন্ধ বাড়িতে ঢুকে পড়ত সে। তাদের একজন বাইরে প্রহরা দিত। অন্যজন তালা ভেঙে বাড়িতে ঢুকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কাজ হাসিল করত।
পুলিশ জানিয়েছে, তেলঙ্গানা ও বেঙ্গালুরুতে প্রায় ৩০ টি চুরির ঘটনায় জড়িত এই দুই চোর। কোনও একটি জেলে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের।
চুরি শুধু মঙ্গলবারে, শেষপর্যন্ত ভাগ্য সঙ্গ দিল না, পুলিশের জালে কুসংস্কারাচ্ছন্ন চোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2018 06:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -