মুম্বই: সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) যখনই একসঙ্গে উপস্থিত হন বা সোশ্যাল মিডিয়ায় কোনও কথোপকথন করেন, তাঁদের অনুরাগীদের উচ্ছ্বাসের সীমা থাকে না। এমনই খানিক আভাস পাওয়া গেল গতকাল। কারণ অভিনেত্রী তাঁর সহ-অভিনেতাকে জন্মদিনে জানালেন বিশেষ শুভেচ্ছা (Special Birthday Wish)। রবিবার ৩৭ বছরে পা দিলেন অভিনেতা। কিয়ারা কখন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। কারণ শোনা যায় যে এখন সম্পর্কে রয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
অনুরাগীদের মন জয় করে গতকাল ছবি পোস্ট করেন অভিনেত্রী। সবুজ মাঠে বসে কিয়ারা আডবাণী। আর তাঁকে পিছন দিক থেকে জড়িয়ে রেখেছেন সিদ্ধার্থ মলহোত্র। সিদ্ধার্থের হাত ধরে রেখেছেন কিয়ারাও। 'শেরশাহ' (Shershah) ছবির ভালোবাসামাখা একটি দৃশ্য। প্রিয় মানুষের জন্মদিনে শুভেচ্ছা জানালে এই ছবিটিই বেছে নিলেন নায়িকা। চর্চিত প্রেমিকের জন্মদিনে কিয়ারা লিখলেন, 'প্রিয়তম মানুষের জন্মদিনে শুভেচ্ছা'।
সেই শুভেচ্ছাবার্তার উত্তরও দিলেন 'প্রিয়তম' সিদ্ধার্থ। সেই সঙ্গে জানা গেল, কিয়ারাকে ভালবেসে 'কি' বলে ডাকেন অভিনেতা। কিয়ারার পোস্ট রিশেয়ার করে অভিনেতা লেখেন, 'ধন্যবাদ কি'। সঙ্গে ছিল একটি জড়িয়ে ধরার ও হার্ট ইমোজি। সিদ্ধার্থের এই উত্তর আপাতত ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।
গুঞ্জন শুরু হয়েছিল 'শেরশাহ' ছবির শুরু থেকেই। প্রেম করছেন কিয়ারা আর সিদ্ধার্থ? কখনও অবশ্য এই কথা প্রকাশ্যে স্বীকার করে নেননি নায়ক নায়িকা কেউই। কিন্তু বার বার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও কিয়ারাকে। জন্মদিনের সন্ধ্যায় ফের একবার কিয়ারার ভালবাসায় মোড়া বার্তা কি উস্কে দিল সিদ্ধার্থ - কিয়ারার প্রেমের গুঞ্জন? বলি নায়কের জন্মদিনের সন্ধ্যায় কিয়ারার ইনস্টাগ্রামে ভেসে উঠল সিদ্ধার্থ কিয়ারার পর্দার ঘনিষ্ঠ মুহূর্ত। সিদ্ধার্থকে ট্যাগ করে তিনি ভাগ করে নিলেন 'শেরশাহ' ছবির একটি ভালবাসা মাখা দৃশ্য। ক্যাপশনে রইল, 'শুভ শুভ জন্মদিন আমার অন্যতম প্রিয় মানুষ'।