মুম্বই: সম্প্রতি একটি শপিং কমপ্লেক্সে গিয়ে অনুরাগীদের ভিড়ে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ওই সময় সঙ্গে ছিল তাঁর বাবা। তবে কোনও দেহরক্ষী ছিলেন না। মালাইকা অত্যন্ত সপ্রতিভভাবে অনুরাগীদের এড়িয়ে গাড়িতে উঠে পড়েছিলেন। এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও প্রায় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হল। মালাইকার সঙ্গে কোনও দেহরক্ষী ছিলেন না, কিন্তু ক্যাটরিনার সঙ্গে কয়েকজন ছিলেন। কিন্তু এরপরও অনুরাগীরা তাঁকে ঘিরে ধরে সেলফির আবদার জানালেন। দিল্লি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরে কয়েকজন অনুরাগী সেলফি তোলার আবদার জানাতে থাকেন। তখন ক্যাটরিনার দেহরক্ষীরা তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করেন। ক্যাটরিনা ও তাঁর দেহরক্ষীদের নিষেধ সত্ত্বেও অনুরাগীরা সেলফি তোলার জন্য জেদ দেখাতে থাকেন।
এরপর ক্যাটরিনা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলান। তিনি অনুরাগীদের নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে সেলফি তুলতে বলেন।




সেলফি তোলার পর অনুরাগীরা সেখান থেকে চলে যান।