বার্মিহ্যাম: আজ বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি ভারত। একদিনের ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে এই নিয়ে চতুর্থবার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি দুই প্রতিবেশী দল। বিশ্বকাপে এর আগে তিনবার দুই দলের ম্যাচ হয়েছে। ভারত দুইবার জিতেছে।অন্যদিকে, ২০০৭-এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে ভারতকে হারিয়ে বড়সড় ধাক্কা দিয়েছিল বাংলাদেশ।
আজকের ম্যাচে বেশ কয়েকজন ভারতীয় প্লেয়ার বিশেষ মাইলস্টোনের দোরগড়ায় দাঁড়িয়ে।
আর মাত্র ৩১ রান করলেই বিশ্বকাপে ১০০০ রান হয়ে যাবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৯৬৯ রান। সচিন তেন্ডুলকর (২,২৭৮) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (১,০০৬)-এর পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করবেন। আর ৩৮ রান করলে এক্ষেত্রে সৌরভকে টপকে যাবেন কোহলি।
কোনও একটি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের মালিক হতে কোহলির প্রয়োজন ৮৪ রান। অধিনায়ক হিসেবে তিনি এখনও পর্যন্ত ৩৮২ রান করেছেন। ২০০৩-এর বিশ্বকাপে সৌরভ ৪৬৫ রান করেছিলেন।
হার্দিক পান্ড্য (৯১৮) আর ৮২ রান করলে একদিনের ক্রিকেট কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন। একদিনের কেরিয়ারে ৫০ উইকেট নিতে হার্দিকের প্রয়োজন আর একটি উইকেট।
আর দুটি উইকেট নিলেই বিশ্বকাপে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট সংগ্রহের মালিক হবেন মহম্মদ শামি। এক্ষেত্রে এখনও পর্যন্ত তাঁর আগে রয়েছেন জাহির খান (৪৪), জাভাগল শ্রীনাথ (৪৪) এবং অনিল কুম্বলে (৩১)।