সদ্য মুক্তি পেয়েছে টাইগার ৩ (Tiger 3)-এর নতুন গান লেকে 'লেকে প্রভু কা নাম' (Leke Prabhu Ka Naam। আর গোটা গান জুড়েই রয়েছে সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর জমাটি রসায়ন। সেই সঙ্গে সলমনের ঘরানার চেনা নাচ-গানের আমেজ। প্রীতমের কম্পোজিশনে, অরিজিৎ সিংহ (Arijit Singh) ও নিকিতা গাঁধী (Nikita Gandhi) -র গাওয়া এই গানটি দর্শকদের যথেষ্ট মনে ধরেছে।
'প্রভু কা নাম'-এর প্রতিক্রিয়া নিয়ে খুশি নায়িকা ক্যাটরিনা। বলছেন, 'এত বছর ধরে আমার শিল্পীসত্ত্বাকে যেটা বাঁচিয়ে রেখেছে, সেটা হল দর্শকদের ভালবাসা, উন্মাদনা ও অনুরাগ। মানুষের থেকে এই প্রতিক্রিয়া, ভালবাসা পাওয়াকেই আমি সাফল্য বলে মনে করি। 'লেকে প্রভু কা নাম' গানটির শ্যুটিং করাটা আমাদের কাছে ভীষণ উপভোগ্য ছিল। এত বছর ধরে, আমার কাছে নাচ একটা প্যাশন, ভালবাসা। এই ছবিতে দর্শকেরা সেটাই দেখতে পাবেন।'
টাইগারের ভূমিকায় ফিরছেন সলমন খান। সঙ্গে তাঁর স্ত্রী জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। এবার 'টাইগার ৩' ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারেই প্রথম ঝলক মিলল তাঁর লুকের। তাও একেবারে শেষে গিয়ে। বহুদিন পর বড়পর্দায় একেবারে অন্য ধরনের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। বলাই বাহুল্য তাঁকে নিয়ে তৈরি হয়েছিল আলাদাই উত্তেজনা। আপাদমস্তক অ্যাকশনে ভরপুর এই ট্রেলার উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। ধুন্ধুমার স্টান্ট, অবলীলায় করতে দেখা গেল ক্যাটরিনাকে যা অবশ্যই নজরকাড়া। তবে এবার লড়াই কেবল দেশের জন্যই নয়, এর সঙ্গে মিশবে ব্যক্তিগত টানাপোড়েনও। টাইগারকে বেছে নিতে হবে দেশ ও পরিবারের মধ্যে যে কোনও একটাকে। কী বাছবে সে? শেষ পর্যন্ত সে কি সত্যিই 'গদ্দার' প্রমাণিত হবে? সে কি এবার হেরে যাবে? তবে ওই যে বলে, 'যব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি'।
'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'টাইগার ৩'। 'যশ রাজ ফিল্মস'-এর স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি এটি। 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'-এর পর সেই কাহিনির রেশ টেনে 'টাইগার ৩'। ছবিটি দেশজুড়ে হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে।
আরও পড়ুন: Prasun Chatterjee: OTT-তে 'দোস্তজী'র মুক্তি থেকে দ্বিতীয় ছবির কাজ, অকপট পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়