‘গেম অফ থ্রোনস’-এ এভাবে ‘রোল’ চাইলেন ক্যাটরিনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2017 11:41 AM (IST)
মুম্বই: ‘গেম অফ থ্রোনস’ ঝড়ে কাত ‘কমলি’ গার্ল ক্যাটরিনা কাইফকেও। ইনস্টাগ্রামে একটি পোস্টে এইচবিও-র হিট সিরিজের অংশ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩৪ বছরের ক্যাটরিনা। জন স্নো-এর প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন ক্যাটরিনা। বর্তমানে সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ‘জগ্গা জাসুস’ অভিনেত্রী। বার বার দেখো তারকা এখন বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করছেন। আমির খানের সঙ্গে ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর শ্যুটিংও করেছেন তিনি। এরপরই শাহরুখ খানের সঙ্গেও আনন্দ এল রাই-এর আগামী সিনেমায় কাজ করবেন ক্যাটরিনা। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এবার ক্যাটরিনার আগ্রহের কথা জানার পর গেম অফ থ্রোনস টিম কী ভাবছে তা জানা নেই। তবে যে ছবি তিনি পোস্ট করেছেন, তা তাঁর অনুরাগীর মুগ্ধ করবে, তাতে কোনও সন্দেহ নেই।