মুম্বই: অনেকেরই ধারণা সলমন খানের ছবি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। কিন্তু আসলে এই তথ্য সঠিক নয। বলিউড ক্যাটরিনা কাইফকে পায় 'বুম' নামের একটি ছবি দিয়ে। যেটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। সেই ছবি বক্স অফিসে ব্যবসা করতে না পারলেও, থেমে যায়নি ক্যাটরিনার জার্নি। আজ তিনি অভিনয় করছেন বি টাউনের তাবড় সমস্ত তারকাদের সঙ্গে। আর ব্র্যান্ড ভ্যালুও নজরকাড়া। একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আজ ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলো ফিরে দেখলেন অভিনেত্রী। জানালেন, কেরিয়ারের একেবারে শুরুতে একটি ছবির শ্যুটিং যখন করছিলেন তিনি, তখন প্রথম শটের পরই তাঁকে বের করে দেওয়া হয়। জানাচ্ছেন, সেদিন ভেবেছিলেন, সেখানেই তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল বুঝি।


কোন ছবির শ্যুটিংয়ের প্রথম শটের পরই বাদ পড়েন ক্যাটরিনা?


সামনেই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের ছবি 'ফোন ভূত' (Phone Bhoot)। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। সেই ছবিরই প্রচারে এসে ক্যাটরিনা নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন। তিনি বলেন, 'আমাকে বাদ দেওয়া হয়নি শুধু, আমাকে বের করে দেওয়া হয়েছিল। একটা ছবির শ্যুটিং করছিলাম তখন। ছবির নাম 'শায়া' (Saaya)। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে জন আব্রাহাম ও তারা শর্মার শ্যুটিংয়ের কথা। প্রথম শট শেষ হতেই আমাকে বের করে দেওয়া হয়। প্রথম দিনের শ্যুটিং নয়। প্রথম শট শেষ হতেই। মাত্র একটা শটের পরই। সেই সময় আমি ভেবেছিলাম, ওখানেই বুঝি আমার কেরিয়ার আমার জীবন শেষ।'


যে বছর বলিউডে পা রাখেন ক্যাটরিনা, সেই বছরই মুক্তি পায় 'শায়া'। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে অভিনয় করেন জন আব্রাহাম, তারা শর্মা এবং মহিমা চৌধুরী। ক্যাটরিনা জানাচ্ছেন, অনেক সময়ই অনেক অভিনেতার কেরিয়ার থমকে যায় এরকম বাতিলের কারণে। আমার মুখ দেখে তখন অনেকেই বলত, 'তুমি কোনওদিন অভিনেতা হতে পারবে না। তোমার মধ্যে সেই ব্যাপারটা নেই। স্পষ্ট আমার মুখের উপর বলে দিত। আমি খুব কাঁদতাম সেই সময়। আমার সেই কান্না আজ দাম পেয়েছে। বুঝেছি, ধৈর্য আর পরিশ্রম দিয়েই সবটা জয় করা যায়।'


আরও পড়ুন - Amitabh Bachchan: শিরা কেটে ঝরছে রক্ত! অমিতাভ বচ্চনকে নিয়ে দৌড়তে হল হাসপাতালে


প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। 'ফোন ভূত' ছাড়াও তাঁকে দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তিনি রয়েছেন সলমন খানের বিপরীতে। এছাড়াও আলিয়া ভট্ট ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁকে দেখা যাবে 'জি লে জারা' ছবিতে। বিজয় সেতুপতির সঙ্গে তিনি জুটি বাঁধছেন 'মেরি ক্রিসমাস' ছবিতে।