মুম্বই: শিরা কেটে গিয়ে অঝোরে রক্ত পড়ছে। কোনওভাবেই রক্ত পড়া থামানো যাচ্ছে না। দ্রুত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নিয়ে দৌড়তে হল হাসপাতালে। সেখানে গিয়ে সেলাই হওয়ার পরই থামল রক্ত পড়া। হঠাত কী হল বিগ বি-র (Big B)? কীভাবেই বা শিরা কেটে গেল?


রক্ত পড়া থামাতে হাসপাতালে নিয়ে যেতে হল অমিতাভ বচ্চনকে-


না। এটা কোনও হিট ছবির দৃশ্য নয়। একেবারেই বাস্তবের ঘটনা। সম্প্রতি নিজের অফিশিয়াল ব্লগে এমন বাস্তবিক ঘটনার কথাই শেয়ার করেছেন বিগ বি। অমিতাভ বচ্চন লিখেছেন, 'একটা ধাতব কোনও টুকরো আমার বাঁ পায়ে আচমকা লেগে যায় আর তার জন্যই আমার পায়ের শিরা কেটে যায়। শিরার অনেকটা কেটে যাওয়ায় রক্ত পড়তে থাকে নাগাড়ে। কোনওভাবেই রক্ত পড়া থামানো যাচ্ছিল না। দ্রুত সকলে মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে সেলাই করার পরই রক্ত পড়া থামে। ডাক্তার এবং তাঁর সহকর্মীদের চেষ্টায় আমার পায় থেকে রক্ত পড়া বন্ধ হয়।'


আরও পড়ুন - Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইডি


বড় পর্দায় অভিনয়ের সঙ্গে সঙ্গে ছোট পর্দায় কুইজ শো সঞ্চালনাও চালিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪'  (KBC 14) সঞ্চালনা করতে। এক এক এপিসোডের শ্যুটিং করতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় দেন অমিতাভ বচ্চন। শিরা কেটে রক্ত পড়ার ঘটনার ঘটার পর চিকিতসকেরা বিগ বি-কে পরামর্শ দিয়েছেন সাবধানে চলাফেরা করার এবং যেকোনওরকমেরই চাপমুক্ত থাকার। বিগ বি আরও বলছেন, 'দাঁড়ানো যাবে না। নড়াচড়া করা যাবে না। চাপ নেওয়া যাবে না। এমনকি ট্রেডমিলেও হাঁটার অনুমতি নেই। ডাক্তাররা এমনই পরামর্শ দিয়েছেন। এখন আমার অদ্ভূত একটা অবস্থা। বাইরে বেরোতে এখনও সময় লাগবে। হে ঈশ্বর আমাকে সাহায্য করো।'


প্রসঙ্গত, বলিউ়ে এখন দীপাবলি পার্টি চলছে। কৃতী শ্যানন, মণীশ মলহোত্রার পর এবার দীপাবলি উপলক্ষ্যে পার্টি দিলেন প্রযোজক আনন্দ পণ্ডিত। সেখানেই হাজির ছিলেন 'শাহেনশাহ'। পার্টির জন্য সিল্কের প্রিন্টেড কুর্তা ও পাজামা পরেছিলেন অমিতাভ বচ্চন। তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে আসেন প্রযোজক ও তাঁর স্ত্রী। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।