মুম্বই: গত বছর অর্থাৎ ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শোনা যায়, বিয়ের আগে তাঁরা বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন। যদিও সে সময়ে সম্পর্কের কথা স্বীকার করেননি ভিকি কিংবা ক্যাটরিনা কেউই। সম্পর্ক থেকে বিয়ে নিয়ে একেবারে স্পিকটি নট ছিলেন তাঁরা। যদিও বিয়ের পর দুই তারকা বিভিন্ন ছবি শেয়ার করে নেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁরা জানাচ্ছেন যে, তাঁরা একসঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারছেন না। কেন? কী হল যে একসঙ্গে সময় কাটাতে পারছেন না ভিকি - ক্যাটরিনা?


কেন একসঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারছেন না ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ?


হাজারো ব্যস্ততার মাঝে চটজলদি বিয়ে সেরেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্টে নিজেদের নতুন জীবন শুরু করেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই তারকা জানাচ্ছেন যে, তাঁদের কাজের ব্যস্ততা এতটাই বেশি যে, একে অপরকে বেশি সময় দিতে পারছেন না তাঁরা।


আরও পড়ুন - Deepika Padukone: রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন


এই মুহূর্তে আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন ক্য়াটরিনা কাইফ। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ছবির প্রচারে দেখা যাচ্ছে ছবির অন্য দুই প্রতিযোগী সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে। কিন্তু ভিকি কৌশলকে তিনি বেশি সময় দিতে পারছেন না। শুধু 'ফোন ভূত'ই নয়। ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে বেশ কিছু ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে। সলমন খানের বিপরীতে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও আলিয়া ভট্ট এবং প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে 'জি লে জারা' ছবিতে। একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশলও। তাঁর হাতেও রয়েছে 'গোবিন্দা মেরা নাম', 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' এবং আরও বেশ কয়েকটি ছবি যার নাম এখনও ঠিক হয়নি। তাই গত বছর বিয়েটা সেরে ফেললেও একে অপরকে একেবারেই সময় দিতে পারছেন না ভিকি - ক্যাটরিনা।


এক সাক্ষাৎকারে বলি ডিভা ক্যাটরিনা বলেন, 'স্বামী- স্ত্রী যখন একই পেশায় রয়েছেন, আর সেটা যদি অভিনয় হয়, তাহলে দুজনকেই অনেকটা সময় ট্রাভেল করতে হয়। তাই একে অপরকে দেওয়ার মতো খুব বেশি সময় থাকে না হাতে। আমার তো মনে হয় ভিকি অসাধারণ একজন মানুষ, যাঁকে আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।'