মুম্বই: নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিউ ইয়র্ক ভ্রমণের নানা ছবিও পোস্ট করেছেন। আর সেই ছবিতেই আলিয়া ভট্টের কমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ভিকি-ক্যাটরিনার অন্তরঙ্গতায় কি ক্ষুব্ধ হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)?
রেগে গেলেন আলিয়া?
এদিন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে ভিকি কৌশলের সঙ্গে নিউ ইয়র্ক ভ্রমণের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন। কোথাও তাঁকে দেখা যাচ্ছে ভিকির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। আবার কোথাও পছন্দের খাবারের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাটরিনা জানিয়েছেন যে, নিউ ইয়র্কের একটি বিশেষ রেস্তোরাঁ তাঁর অত্যন্ত পছন্দের। সেই রেস্তোরাঁর টানেই তিনি বারবার সেখানে ফিরে যান। ভিকি - ক্যাটরিনার ছবিতে কমেন্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। একদিকে যখন অর্জুন কপূর মজা করে লিখেছেন, 'বাবি উইথ দ্য হাবি'। তখন আলিয়া ভট্ট কমেন্টে লিখেছেন, 'কী করে এত সাহস হয় তোমার!' স্বাভাবিকভাবেই দুই অভিনেত্রীর বন্ধুত্ব এই কমেন্টে প্রকাশ পায়। কিন্তু নেট নাগরিকরা আলিয়া ভট্টের এই কমেন্টকে কেন্দ্র করে ট্রোল করতে শুরু করেছেন।
আরও পড়ুন - Taare Zameen Par Boy: দীর্ঘদিন পর দর্শকের সামনে ফিরলেন 'তারে জমিন পর'-এর ইশান
প্রসঙ্গত, সদ্যই ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে জলের মাঝে ভিকিকে দুহাতে আগলে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। ভিকিও দুহাত দিয়ে ক্যাটরিনার কোমর জড়িয়ে ধরে রয়েছেন। শনিবার নেট দুনিয়ায় রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করে উত্তাপ বাড়ালেন দুই তারকা। ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, 'আমি ও আমার।' ভিকি-ক্যাটরিনার ছবিতে সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রিয়ঙ্কা চোপড়া থেকে হৃত্বিত রোশন জনপ্রিয় এই দম্পতির ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন।