মুম্বই: 'তারে জমিন পর' (Taare Zameen Par) ছবির ছোট্ট ইশান নন্দকিশোর অবস্তিকে ভুলে যাননি নিশ্চয়ই? কীভাবেই বা তাঁকে ভুলতে পারে দর্শক। বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে ছোটবেলাতেই মনে রাখার মতো অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিল সে। তবে, আজ তো আর সে ছোট্টটি নেই। অনেক বড় হয়ে গিয়েছে। 'তারে জমিন পর'-এর ইশান ওরফে দর্শিল সাফারি ((Darsheel Safary)) এখন পঁচিশ বছরের যুবক। 'তারে জমিন পর' ছবির বিপুল সাফল্যের পর বেশ কিছু ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। 'বম বম বোলে', 'মিডনাইট চিলড্রেন' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন। 'ঝলক দিখলা যা'-তেও প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। তবে, বেশ কিছু বছর একেবারেই রুপোলি পর্দার থেকে দূরে রয়েছেন দর্শিল। দীর্ঘদিন পর তাঁকে পর্দায় দেখা গেল।


দীর্ঘদিন পর দেখা পাওয়া গেল দর্শিল সাফারির-


গতকাল ছিল মাতৃদিবস। মাদার্স ডে উপলক্ষে বিশেষ একটি ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর সেখানেই দেখা গেল দর্শিল সাফারিকে। ভিডিওতে একাধিক বলিউড ও হলিউড ছবির মা ও সন্তানের সম্পর্কের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানেই কবিতা বলতে শোনা গেল দর্শিলকে। দীর্ঘদিন পর 'তারে জমিন পর'-এর ছোট্ট ইশানকে দেখে আপ্লুত নেট নাগরিকরা।



আরও পড়ুন - Avatar 2 Trailer: উত্তেজনার পারদ আরও চড়ছে, প্রকাশ্যে 'অবতার: টু' ছবির টিজার ট্রেলার


দর্শিলের 'তারে জমিন পর' ছবির চরিত্র-


৮ বছরের ছোট্ট ইশান নন্দকিশোর অবস্তি। যে কিনা ডিসলেক্সিয়া নামের এক অসুখের শিকার ছিল। শব্দ, অক্ষর মনে রাখতে, উচ্চারণ করতে যার খুব অসুবিধা হত। আর তার জন্যই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের থেকে বাড়িতে বাবা-মায়ের কাছে বকুনি খেতে হত। পড়াশোনাতেও একেবারেই ভালো ফল করতে পারছিল না। বাবা-মায়ের থেকে দূরে থেকে বোর্ডিং স্কুলের পড়াশোনায় শিক্ষকদের কাছে বকুনি খেতে খেতে সে একসময় আত্মহত্যার মতো পথ বেছে নিতে যায়। তেমন অবস্থা থেকে তাকে বাঁচায় তারই সহপাঠী। তখনই তার জীবনে আসে শিক্ষক রাম শঙ্কর নিকুম্ভ। ধীরে ধীরে তাঁর ভালাবাসা এবং স্নেহের পরশে সে পড়াশোনায় ভালো হয়ে ওঠে। অন্যান্য শিক্ষকদেরও স্নেহ পেতে শুরু করে। শিক্ষক-ছাত্রের সম্পর্কের স্নেহের বন্ধনে গড়ে ওঠে 'তারে জমিন পর'-র গল্প। বাকিটা ইতিহাস। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকদের মনের কাছের ছবি হয়ে ওঠে 'তারে জমিন পর'। আর সেই ছবি দিয়েই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় এবং প্রশংসিত হয়ে ওঠে দর্শিল সাফারি।