জীবনে প্রথমবার সমুদ্রে সার্ফিং করলেন ক্যাটরিনা কইফ, শেয়ার করলেন সেই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2017 11:32 PM (IST)
1
সেখানে তিনি জীবনে প্রথমবার সমুদ্রে সার্ফ করার অভিজ্ঞতা ভক্তদের জানান।
2
3
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
4
5
6
সম্প্রতি, এসাউইরাতে সমুদ্রে প্রথমবার সার্ফিংয়ের মজা নেন ক্যাটরিনা।
7
8
সব ছবি ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত।
9
দেখুন ক্যাটরিনার আরও কিছু ছবি...
10
এখানে বলে রাখা প্রয়োজন, ছবিটি এক থা টাইগার-এর সিক্যুয়েল। প্রথম ছবিতেও ছিলেন সলমন খান।
11
তাঁর পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায়। সেখানে সলমন খানের বিপরীতে দেখা যাবে তাঁকে।
12
কিছুদিন আগেই তাঁর অভিনীত জগ্গা জাসুস ছবিটি মুক্তি পেয়েছে।
13
ছবির পাশাপাশি, একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।