দীর্ঘদিন ধরে দুই বোন ইসাবেল ও সোনমকে বলিউডে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন ক্যাটরিনা। ইসাবেলের জন্য তো তিনি সলমন খানকেও ধরেছিলেন। কিন্তু ক্যাটরিনার সঙ্গে প্রেমে ভাটা পড়ার কারণেই হয়তো সলমন আর ইসাবেলকে নিয়ে আগ্রহী নন। তাই ক্যাট ঠিক করেছেন, কুছ পরওয়া নেহি, তিনিই হিরোইন করবেন তাঁর দুই বোনকে।
ক্যাটের ফিল্মোগ্রাফিও এই মুহূর্তে খুব একটা আশাপ্রদ নয়। হাতে বড় ছবি বলতে শুধু অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ আর আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। তাই ঠিক সময়ে বুঝে সুঝেই তিনি প্রযোজনায় নামছেন বলে মনে করছে বলিউড। প্রথমে নাকি ঠিক করেছিলেন, প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কপূরের মত তিনিও হবেন ‘জাগ্গা জাসুস’-এর প্রযোজক। কিন্তু তা না হওয়ায় এবার নিজেই আলাদা ছবি করবেন তিনি, দুই বোনকে নায়িকা করে।
আজকাল দেখা যাচ্ছে, নায়কদের পাশাপাশি বলিউডের হিট নায়িকারা অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লেখাচ্ছেন। অনুষ্কা শর্মা তো ‘এনএইচ টেন’-এর মত বক্স অফিসে সফল ছবি প্রযোজনা করেছেন। এবার আসছে তাঁর প্রযোজিত আরও এক ছবি ‘ফিলাউরি’। প্রিয়ঙ্কা চোপড়াও শুরু করেছেন প্রযোজনা- তবে তাঁর পছন্দ আঞ্চলিক ছবি।
আগে নায়িকারা বিয়ের পর শখের প্রযোজনা করতেন। জুহি চাওলা যেমন রেড চিলিজ এন্টারটেনমেন্টের সহ প্রযোজক, মালাইকা অরোরা আরবাজ খান প্রোডাকশনসের, দিয়া মির্জা বর্ন ফ্রি এন্টারটেনমেন্টের। টুইঙ্কল খান্নাও অক্ষয় কুমারের হরি ওম প্রোডাকশনসে যুক্ত ছিলেন, এখন তৈরি করেছেন নিজস্ব প্রোডাকশন হাউস মিসেস ফানিবোনস মুভিজ। প্রীতি জিন্টারও রয়েছে প্রোডাকশন হাউস পিজেডএনজেড মিডিয়া। কিন্তু এঁরা দুজনেই সিনেমায় কাজ করছেন না বেশ কিছুদিন হল।