মুম্বই: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘নাম শাবানা’ ছবির ট্রেলার। ২০১৫-র হিট ছবি ‘বেবি’-র সিকোয়েল এই ছবিটি শাবানা খান নামে এক ভারতীয় এজেন্টের গোয়েন্দাদের গোপন দুনিয়ায় প্রবেশ, প্রশিক্ষণ পাওয়া ও তাঁর একের পর এক গোপন অপারেশনের গল্প বলে। শাবানার ভূমিকায় রয়েছেন ‘পিঙ্ক’-এর সাড়া জাগানো অভিনেত্রী তাপসী পান্নু।

ছবিতে আছেন অক্ষয় কুমারও। অক্ষয়ই শাবানাকে প্রশিক্ষণ দেন যাতে তিনি বিশ্বের মোস্ট ওয়ান্টেড অপরাধীকে পাকড়াও করতে পারেন।

শাবানার হ্যান্ডলারের ভূমিকায় মনোজ বাজপেয়ী। অক্ষয়ের মত অনুপম খের ‘বেবি’-তে ছিলেন, আছেন এই ছবিতেও।

দেখে নেওয়া যাক ট্রেলার


৩১ মে মুক্তি পাবে ছবিটি।