ফের এক সঙ্গে অক্ষয়-ক্যাটরিনা, দেখা যাবে রোহিত শেট্টির সূর্যবংশী-তে
ABP Ananda, Web Desk | 22 Apr 2019 02:58 PM (IST)
১০ বছর পর এক সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফকে। রোহিত শেট্টির সূর্যবংশী ছবিতে।
মুম্বই: কেশরী-র সাফল্যের পর এবার আসছে অক্ষয় কুমারের নয়া ছবি সূর্যবংশী। তবে এই ছবি মুক্তি পেতে এখনও ১ বছর, ২০২০-র ইদে বাজারে আসবে সূর্যবংশী। কিন্তু বলিউডপ্রেমীদের জন্য সুখবর, দীর্ঘ ১০ বছর পর এই ছবিতে ফের দেখা যাবে অক্ষয়-ক্যাটরিনা জুটিকে। ২০১০-এ অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনা কাইফের শেষ ছবি তিস মার খান মুক্তি পায়। তার আগে এক সঙ্গে পাঁচটি ছবি করেন তাঁরা, যেগুলির মধ্যে নমস্তে লন্ডন, ওয়েলকাম, সিং ইজ কিং-এর মত সুপারহিট ছবি রয়েছে। তাঁদের জুটি জনপ্রিয় হলেও অজ্ঞাত কারণে আচমকা এক সঙ্গে কাজ করা বন্ধ করে দেন অক্ষয়-ক্যাটরিনা, শোনা যায়, ক্যাটের সঙ্গে স্বামীর মাখামাখি টুইঙ্কল খান্নার মোটেই পছন্দ হচ্ছিল না। কিন্তু এতদিনে বোধহয় স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন অক্ষয়, তাই আবার এই হিট জুটি বড়পর্দায় এক সঙ্গে আসতে চলেছেন। সূর্যবংশী-তে অক্ষয়কে দেখা যাবে সন্ত্রাসবিরোধী স্কোয়াডের প্রধান হিসেবে। পরিচালনা করছেন রোহিত শেট্টি, প্রযোজনায় কর্ণ জোহর। মে মাস থেকে শুরু হচ্ছে সূর্যবংশী-র শ্যুটিং।