বেঙ্গালুরু: ম্যাচ প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু জয়ের সঙ্গে তাঁর ব্যাটের তফাত গড়ে দিল উমেশ যাদবের ওই শেষ বল। কিন্তু তাতে মহেন্দ্র সিংহ ধোনির অসামান্য ইনিংস থেকে আলো সরছে না একটুও। বরং সকলের মুখে মুখে, কীভাবে হারের কিনারা থেকে ধোনির ব্যাট টেনে তুলল চেন্নাই সুপার কিংসকে।


শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি নির্ঘাত ভাবছিলেন, ম্যাচ পকেটে পুরে ফেলেছেন তাঁরা। তখনই চেন্নাইয়ের আকাশে জমাট বাঁধা মেঘ সরিয়ে ঝলসে উঠল ধোনির ব্যাট। তাঁর ১১১ মিটার লম্বা ৬ সোজা জায়গা পেল প্যাভিলিয়নের ছাদে।

দেখুন সেই শট




ধোনি জানিয়েছেন, চেন্নাইয়ের ইনিংসের প্রথমে কয়েকটি বাউন্ডারি কম মারাতেই ম্যাচ খুইয়েছেন তাঁরা।