মুম্বই: বলিউডের 'টক অফ দ্য টাউন' এখন একটাই। অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। যদিও দুই তারকা নিজেদের সম্পর্ক থেকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তারপরও বিভিন্ন সূত্রে তাঁদের আগামী মাসে বিয়ের খবরে সরগরম বি টাউন। জানা যাচ্ছে, ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর। দুই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে বলিউডের বেশ কিছু তারকার। 


বলিউডের আনাচে কানাচে কান পাতলেই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের নানা প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানে রাজকীয় বিয়ের আসরে নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা। হাতে আর একেবারেই সময় নেই। তাই প্রস্তুতিও চলছে ঝড়ের গতিতে। ইতিমধ্যেই শোনা গিয়েছে মেহেন্দি অনুষ্ঠানের জন্য বিশেষ অর্গানিক মেহেন্দি আসতে চলেছে ক্যাটরিনা কাইফের জন্য। যার জন্য খরচ হচ্ছে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। বলিউডের জনপ্রিয় দুই তারকার সঙ্গীতে পারফর্ম করতে পারেন বলিউডের আর এক লভবার্ডস সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। 


আরও পড়ুন - ভিকি-ক্যাটরিনার বিয়ের গুঞ্জন নিয়ে বিস্ফোরক সলমন খানের বাবা


সম্প্রতি এক সূত্রে জানা গিয়েছে, ভিকি কৌশলের নতুন ছবি 'গোবিন্দা মেরা নাম'-র পরিচালক শশাঙ্ক খৈতান অবশ্যই উপস্থিত থাকতে চলেছেন ভিকি-ক্যাটরিনার বিয়েতে। এছাড়াও, দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু কর্ণ জোহরও হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ ফারহা খান উপস্থিত থাকতে পারেন ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠানে। ভিকি কৌশলের দিক থেকে কর্ণ জোহর এবং ক্যাটরিনা কাইফের দিক থেকে ফারহা খান সঙ্গীতে কোরিওগ্রাফি করতে পারেন বলে জানা যাচ্ছে। 


বলিউডের ঘনিষ্ঠমহলে খবর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সম্ভাবত উপস্থিত থাকতে পারেন শাহরুখ খানও। বন্ধু, আত্মীয় এবং ইন্ডাস্ট্রির লোকেরা মিলিয়ে দুশোজন অতিথি থাকতে পারেন তাঁদের বিয়েতে।