ক্যাটরিনার মতো দেখতে ইনি, ইনস্টাগ্রামে শোরগোল ফেলে দিলেন সলোনি চোপড়া
তাঁর প্রিয় অভিনেত্রীদের মধ্যে আছেন প্রিয়ঙ্কা চোপড়া।
বলা হয়, ইনি ক্যাটরিনার হামশকল। সাহসী ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে আলোড়ন ফেলেছেন। ঠিকই ধরেছেন, ইনি সলোনি চোপড়া।
সলোনির প্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন সলমন খান।
সলোনির পরিবার চন্ডীগড়ের।
১৯৯১ সালে জন্ম তাঁর। সেই হিসাবে এখন তিনি ২৬।
মায়ানগরী মুম্বইয়ে জন্ম সলোনির।
এ পর্যন্ত ইনস্টাগ্রামে ৩২০০-র বেশি পোস্ট করেছেন তিনি।
সাধারণত সেলেব্রিটিরা যেসব ইস্যুতে নিজেরা স্পষ্ট অবস্থান জানাতে চান না, সেগুলিতেই স্বচ্ছন্দে অকপটে নিজের মত জানাতে দ্বিধা করেন না সলোনি।
ইনস্টাগ্রামে সলোনির ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার।
সলোনি সেইসব সেলেব্রিটির মধ্যে পড়েন যাঁরা সমাজের চোখে গ্রহণযোগ্য নয়, এমন সব বিষয়ে সরব হন।
বলেন নারীর সমানাধিকারের কথা।
ইনস্টাগ্রামে পাঠানো নিজের পোস্টে নিজেকে নারীবাদী বলে ঘোষণা করেন তিনি।
সলোনি এমটিভির সিরিয়াল 'গার্লস অন টপ'-এর সৌজন্যে পরিচিত মুখ।
প্রথম দর্শনে কি সলোনির সঙ্গে কোনও মিল খুঁজে পাচ্ছেন ক্যাটরিনার? পান বা না-ই পান, এটা মানতেই হবে তাঁর লুকের মধ্যেই রয়েছে নজরকাড়া আকর্ষণ।
ছবিগুলিতে যৌন আবেদন দারুণ ফুটে উঠেছে তাঁর। খুশি ভক্তরা।