কলকাতা: মহারাজের বাড়িতে শাহিভোজ নিয়ে রাজ্য-রাজ্যনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাড়িতে অমিত শাহ (Amit Shah) -সহ বিজেপি (BJP) নেতাদের যাওয়া নিয়ে নানা জল্পনা শোনা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগতও জানান বেহালা-নন্দন। এরপর আজকেই বাইপাসের ধারে হাসপাতাল উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। কাছের মানুষ বললেন ফিরহাদ হাকিমকেও (Firhad Hakim)।



সৌরভ এদিন বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ। আর আমার বলার দরকার পরে না যে ফিরহাদ হাকিমের কাছে যেকোনও মানুষ গেলে তাঁরা উপকৃত হন। আমি যদিও মাঝে মাঝে বেশি বিরক্ত করে ফেলি। সবসময় সবাই সাহায্য পেয়েছে ওঁর থেকে।"                                                      


আরও পড়ুন, নিরামিষের রকমারির সঙ্গে দই-মিষ্টি, শাহ-সৌরভ 'সৌজন্য' সাক্ষাতে রইল কী কী


সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজ নিয়ে এর আগে প্রতিক্রিয়াও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে।’’ উল্লেখ্য, সম্পর্কের নিরিখে যদিও দাদা-দিদির সম্পর্ক যথেষ্ট ভালই। কিছু দিন আগেই সৌরভ নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করে এসেছেন। অসুস্থ সৌরভকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মমতা।


এদিকে, এই একই অনুষ্ঠান থেকে সৌরভের রাজনীতি-যোগের জল্পনা নতুন করে উস্কে দিলেন মহারাজ-জায়া ডোনা। সৌরভরাজনীতিতে এলে ভালই করবেন। অমিত শাহর সঙ্গে নৈশভোজের পরদিন ইএম বাইপাসের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জল্পনা উস্কে মন্তব্য ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)। পাশাপাশি সৌরভ পত্নীর দাবি গতকাল কোনও রাজনৈতিক আলোচনা হয়নি নৈশভোজে (Dinner)।