মুম্বই: ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে সরগরম নেট দুনিয়া। হাই ভোল্টেজ বিয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে। আজই সেই বহু প্রতিক্ষীত দিন। দুবছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে ভিকি-ক্যাট। সদ্যই মুক্তি পেয়েছে দুই অভিনেতার ছবি। একদিকে যখন ভিকি কৌশল প্রশংসা পাচ্ছেন 'সর্দার উধম' ছবির জন্য। তখন অন্যাদিকে ক্যাটরিনা কাইফের 'সূর্যবংশী' বক্স অফিসে ঝড় তুলেছে। করোনা পরিস্থিতি কাটিয়ে সিনেমাহল খোলার পর এটাই প্রথম কোনও বলিউড ছবি, যা বক্স অফিসে এত সাফল্য পেয়েছে। দুই অভিনেতার হাতেই রয়েছে একাধিক ছবির কাজ। বিয়ে মিটলেই ভিকি কৌশল ব্যস্ত হয়ে পড়বেন 'গোবিন্দা মেরা নাম', 'শ্যাম বাহাদুর'-র মতো ছবি নিয়ে। আবার ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে 'টাইগার থ্রি', 'জি লে জারা', 'ফোন ভূত' ছবিতে। ফলে বোঝাই যাচ্ছে, ব্যক্তিগত পরিসরে সময় কাটানোর জন্য বিশেষ সময় হাতে নেই দুই অভিনেতারই। বিয়ে মিটলেই হনিমুন। কোথায় মধুচন্দ্রিমায় যাবেন দুই তারকা?


সূত্রের খবর, রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে মিটলেই মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ট হোটেলে গ্র্যান্ড রিসেপশন দেবেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আর তারপরই মধুচন্দ্রিমার জন্য উড়ে যাবেন সেই জায়গায়, যেখানে যেতে সবথেকে বেশি পছন্দ করেন বলিউড তারকারা।


আরও পড়ুন - Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের দিন ট্রোলিংয়ের শিকার দীপিকা পাড়ুকোন


শোনা যাচ্ছে, মলদ্বীপেই মধুচন্দ্রিমা সারতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, কাজের চাপের কারণে এই মুহূর্ত নয়, কয়েকদিন পর মধুচন্দ্রিমায় যেতে চলেছেন তাঁরা। যদিও কোনও তথ্যই দুই অভিনেতার পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 


মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের পর আজ বিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। শোনা গিয়েছে, পরিবারের সদস্যরা, আত্মীয়, বন্ধু এবং বলিউডের কিছু তারকা মিলিয়ে ১২০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন হাই ভোল্টেড বিয়েতে। পাশাপাশি তাঁদের জন্য কিছু শর্তের কথাও শোনা গিয়েছে। যেমন, অতিথিরা মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি।