মুম্বই: তখন তিনি নায়িকা হননি। মডেলিংয়ের জগতে দ্রুত উন্নতি করছেন। সে সময় লিবিয়ায় এক ফ্যাশন শোতে তাঁর সঙ্গে আলাপ হয় সে দেশের সর্বাধিনায়ক মুয়াম্মর গদ্দাফির। ক্যাটরিনা কাইফের এই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

ছবিটি পোস্ট করেছেন মডেল শমিতা সিংহ। তিনি ও ক্যাটরিনা ছাড়াও ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রীকর ও আঁচল কুমার।

শমিতা লেখেন, প্রায় ১৫ বছর আগে লিবিয়ায় গদ্দাফির সঙ্গে তাঁদের আলাপ হয়। মনে আছে সফরের কথা? ক্যাটরিনা, নেহা, অদিতি ও আঁচলকে ট্যাগ করেন তিনি।



সে সময় গদ্দাফি ছিলেন লিবিয়ার একচ্ছত্র অধিপতি। তাঁকে ঘিরে থাকত সুন্দরী নিরাপত্তারক্ষীরা, যাদের নাম ছিল অ্যামাজোনিয়ানস। তাঁর বিরুদ্ধে অসংখ্য যৌন নিগ্রহেরও অভিযোগ রয়েছে।

ছবি নিয়ে আলোচনা শুরু হওয়ায় শমিতা সেটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে তা ভাইরাল।