কলকাতা: নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। রাত থেকে টানা বৃষ্টি কলকাতা ও জেলায়। বাজ পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরভূম ও উত্তর দিনাজপুরে মৃত ৪। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সোমবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। বৃষ্টির সময় বাজ পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করায় সময় বাজ পড়ে বীরভূমের নলহাটিতে ২ মহিলা এবং রামপুরহাট এক কিশোরীর মৃত্যু হয়। অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিয়ালতোড়ে গ্রামে মাঠে খেলার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় প্রাণ হারিয়েছে এক ছাত্র।
মঙ্গলবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হয় শহরে। টানা বৃষ্টিতে জল জমে যায় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, সুইনহো লেন এবং উত্তর বন্দর থানার কাছে।
জমা জলের পাশাপাশি, তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হয়েছে হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায়। বৃষ্টির জেরে হাওড়ার টি এল জয়সবাল এবং সত্যবালা আই ডি হাসপাতালের ভিতরে জল ঢুকে যায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত থাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বর্জ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এছাড়াও উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তর জোড়া ফলায় কলকাতা থেকে জেলায় রাতভর বর্ষণ, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2017 09:15 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -