মেষ
কোনও কাজ খুব কষ্ট করে করতে হবে, ব্যবসায় আয় একটু বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। জনহিতকর কাজের জন্য সুনাম বাড়তে পারে।
বৃষ
বাড়িতে আজ অনেক অতিথি আসতে পারে। ব্যবসার দিকে খুব ভাল ও সঞ্চয় বাড়তে পারে। সকলের সঙ্গে ভ্রমণের আলোচনা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে।
মিথুন
আজ সারাদিন খরচ বাড়তে পারে। খেলাধুলোর জন্য সমাজের সুনাম বাড়তে পারে। পেটের কোনও সমস্যার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। স্ত্রী নিয়ে চিন্তা।
কর্কট
কাজের দিকে খুব ভাল সাফল্য আসতে পারে। রাজনীতির লোকেদের সুনাম বাড়তে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও তর্ক বাধতে পারে।
সিংহ
অার্থিক ব্যাপারে উন্নতি আসতে চলছে। বন্ধুর থেকে খুব ভাল সাহায্য পাবেন। ব্যবসার দিকে অশান্তি এড়িয়ে চলুন। লটারি বা ফাটকা ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি।
কন্যা
ব্যবসায়িক ষড়যন্ত্র থেকে দূরে থাকুন। অনেক দিনের কোনও আশা নষ্ট হতে পারে। গৃহ শান্তির ব্যাপারে অনেক চেষ্টা। ডাক্তারের জন্য খরচ। ধর্মস্থানে দানের জন্য মনে আনন্দ।
তুলা
বাজে কাজে খরচ বাড়তে পারে। আত্মীয়র কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। প্রেমের জন্য অশান্তি বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করা ভাল।
বৃশ্চিক
আজ প্রতিভার প্রকাশ করতে পারবেন, নেশার জন্য খরচ বাড়তে পারে। কোনও মহিলার জন্য আনন্দ বাড়তে পারে। বাতের ব্যথার জন্য কাজে অনীহা।
ধনু
কোনও কারণে বাধা আসতে পারে। প্রিয় কোনও জিনিস নষ্ট হতে পারে। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ধর্ম বিষয়ে আলোচনা। বন্ধুর সঙ্গে তর্ক থেকে অশান্তি হতে পারে।
মকর
সমস্যার সমাধানের জন্য উচ্চ ব্যক্তির সাহায্য। খরচের জন্য চিন্তা বাড়তে পারে। প্রেম প্রণয়ে আসক্তি বৃদ্ধি। পরিবারের শান্তি নষ্ট হওয়ার জন্য কাজের ক্ষতি। মায়ের জন্য মন কষ্ট।
কুম্ভ
শরীরে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার দিকে অশান্তির পরিবেশ কেটে যাবে। বাড়িতে বিবাদ থেকে সাবধান। অপরের কোনও উপকার করতে গিয়ে ক্ষতি হতে পারে।
মীন
শেয়ার বাজারে ক্ষতির যোগ। অতিরিক্ত রাগের সম্ভাবনা। কাজের দিকে চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে মূলধন নিয়ে একটু সমস্যা। জলপথে সাবধান থাকা দরকার। জ্যোতিষ শ্রী জয়দেব