মুম্বই: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর এই সপ্তাহের 'শানদার শুক্রবার' কাটবে গানে গানে। হটসিটে বসবেন বলিউডের দুই জনপ্রিয় গায়ক, শান ও সোনু নিগম। সম্প্রতি চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে প্রোমো। সেখানে অমিতাভ বচ্চনকে দেখা গেল বৃদ্ধ মা-বাবাদের সম্বন্ধে কথা বলতে। অনেক ছেলেমেয়েই বৃদ্ধ বয়সে তাঁদের মা-বাবাকে অবহেলা করেন, তাঁদের দায়িত্ব নিতে চান না। অনেকেই বৃদ্ধ বয়সে বাবা-মায়ের অবলম্বন হয়ে ওঠার বদলে তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলতে চান। এই পর্বে উঠে আসবে তাঁদের কথাই।


সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া পর্বের অংশে শোনা যায়, শান বলছেন, যদি অভিভাবকদের দেখাশোনাই না করতে পারা যায় তাহলে জীবন বৃথা। 'সেই মা-বাবা, যাঁদের জন্য আমরা পৃথিবীর আলো দেখলাম, আমরা যদি তাঁদেরই খেয়াল না রাখি তাহলে আমাদের জীবন তো বৃথাই গেল,' বলছেন শান।


 






বিভিন্ন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের নিজেদের জীবনের কাহিনি ক্যামেরায় তুলে ধরতে দেখা যাবে। ইমোশনাল ভিডিও দেখে ভেঙে পড়তে দেখা গেল এক দর্শককে। ইমোশনাল হলেন বিগ-বিও। তাঁর কথায়, 'মা-বাবার সঙ্গে সন্তানদের এমন ব্যবহার দেখে কষ্ট হয়।'


একইসঙ্গে সোনু নিগমের বক্তব্য, যদি ওই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করা যায় তাহলে তাঁরা বাকি জীবনটা অন্তত সম্মানের সঙ্গে কাটাতে পারবেন।


 






একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে একই এপিসোডের অপর একটি প্রোমোও। তাতেই স্পষ্ট এবারের এপিসোড গানে-গানে কাটবে। চার বছর বয়সে কোন গান দিয়ে সোনু শুরু করেছিলেন, প্রশ্ন করায় গেয়ে শোনালেন 'কেয়া হুয়া তেরা ওয়াদা' গানটি। এছাড়া শান ও সোনুকে একসঙ্গে গাইতে শোনা গেল অমিতাভ বচ্চনের বিখ্যাত সিনেমা 'বম্বে টু গোয়া'-এর 'দেখা না হায় রে' গানটি।


আরও পড়ুন: Taapsee Pannu on KBC 13: তাপসী পান্নুকে নিয়ে প্রশ্ন সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীর, উত্তর কি দিতে পারলেন বিগ বি?